| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নয় শুধু অনাবৃষ্টির খরা;
সু-শিক্ষা আর সদাচারে
খরা- খরায় ভরা !
নয় শুধু মানবতার খরা;
সু-কর্ম আর দেশপ্রেমে
খরা- খরায় ভরা !
নয় শুধু জাতীয়তাবোধের খরা;
সহিষ্ণুতা আর মতৈক্যে
খরা- খরায় ভরা !
নয় শুধু মতান্তরে খরা;
সম-অধিকার আর ন্যায়বিচারে
খরা- খরায় ভরা !
নয় শুধু ভালো বাঁচায় খরা;
সততা আর সত্য স্বাক্ষ্যে
খরা- খরায় ভরা !!
২|
২৬ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯
জেনারেশন একাত্তর বলেছেন:
বাড়বকুন্ডের পেয়ারার খরা?
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৫
এইচ এন নার্গিস বলেছেন: সুচিন্তিত উপলব্ধির প্রকাশ ।