নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহেরা

আরেফিন৩৩৬

একটি নেতৃত্বই পারে একটি জাতিকে পরিবর্তন করতে; আমি এ কথায় বিশ্বাসী।

আরেফিন৩৩৬ › বিস্তারিত পোস্টঃ

কবিতার দিন ফিরে আসবে

১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:২২



কমিনের পোলায় কইছে কলমের দিনশ্যাষ।
কলমে ধার দিয়া করুম কি মাঙ ধারাইতাছি,
মাংঙে আর গাঙ্গে যদি এপার-ওপার এক হয়,
কমিনের ছাও কবি ক্ষেপলে কয় উগ্র ডাহাইত।
সীমান্তে প্রতিদিন বন্দুক ধারায় লাঙ্গে
তর ক্ষেপা উঠছে বন্ধুত্বের
তর গদর ভর্তি প্রেম রে কমিনের ছাও,
দেশ বেইচ্চা প্রেমের ফিরিস্তি দেস নাগরের কূলে।

কলমের দিনই যদি শ্যাষ অয় কলম আরো আছে।
কলম দিয়া পয়দা দিমু তর মতো বেজন্মা,
সারাদিন ক্ষেপ খাইট্টা দিবো তরে পুন মাইরা।
কলম দিয়াই বুজামু কলম মারার কি জ্বালা।
বেজাতি কইরাই তো তুই জাতে উঠবি,উঠ!
দেশের জাইত গেলে তর জাতের রক্ষা নাই।
শুন্ কমিনের পুত কলমের পুন মারিস না,
জাত যাইবো বাজারে বেজাইত আইবো ঘরে।

চাষাভূষার কবি আমি গয়মূরুক্ষের শ্যাষ
কমিনের ছাও আমার লগে পাঙ্গা নেস?

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:২৪

সোনাগাজী বলেছেন:



গার্বেজ

১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৩:০৫

আরেফিন৩৩৬ বলেছেন: শুভ কামনা

২| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৭

সোনাগাজী বলেছেন:



মানুষের মনের কথাকে ভাষা দেয়া কবিদের জন্য বড় শিল্প।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৬

এম ডি মুসা বলেছেন: কবিতার শব্দ অলংকার দায়িত্ব পালন করলেই হয়না ছন্দ মাত্রা কবিতা পঠক এবং লেখক দুজনের আত্নবিশ্বাসী করে, গদ্য ছন্দ আপনি লিখতে পারেন এটা এটা একটা অক্ষরবৃত্তের শাখা থেকেই রবীন্দ্রনাথ সৃষ্টি করতে চেষ্টা করেছিলেন, আপনি যদি মূলত ছন্দের মূল ঘোরাই না জানেন তাহলে আপনি লেখাটা আপনার সমীচীন হবে না বা সঠিক হবে না

৪| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: দেশ বিদেশের প্রচুর কবিতা পড়ুন।

৫| ১৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৩

বাকপ্রবাস বলেছেন: পোষ্টার ভাল হয়েছে, কবিতার গোয়া মারা সারা

২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৫৯

আরেফিন৩৩৬ বলেছেন: অতটাও ক্ষোভ আপনার ভোটহীনতায় নেই, ভোটহীনতা অপাঠ্য লাগেনি।

৬| ২০ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৮

ক্রেটোস বলেছেন: আপনার এই কবিতার বিষয়বস্তু সত্যিই অসাধারণ। সমসাময়িক মানুষের রাজনৈতিক চিন্তার ক্ষোভ আপনি টেনে এনেছেন। এটা ভালো তবে বলতেই হচ্ছে আপনার শব্দচয়ন অশ্রাব্যই নয় রীতিমত অপাঠ্য। এটা ঠিক যে আজকাল এই ধাঁচের কবিতা বেশি চোখে পড়ছে, এবং গণমানুষের কবিতা বলে আখ্যা পাচ্ছে তবুও এই ধরনের অপাঠ্য শব্দ ব্যবহার না করলেই ভালো হয়। এমনকি বুর্জোয়া ভাষায় লিখলেও না।

সেই যাইহোক, আপনার প্রতি শুভকামনা রইল।

৭| ২০ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৭

বিজন রয় বলেছেন: আপনি যেটা বলতে চেয়েছেন সেটা বুঝতে পেরেছি।
অনেক ক্ষোভ আর রাগ থেকে এগুলো বলেছেন।

আপনি আপনার মতো প্রকাশ করেছেন।
আপনার সে স্বাধীনতা আছে।

কিন্তু................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.