নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাই সাবধানে থাইকেন, ইদানীং আব্বাও বলে সাবধানে। কিন্তু যে মানুষটি বেশি কড়াকড়ি সময় গেলে আমার সাথে কথাই বলে না, তিনি আমার মা! মায়ায় বাঁধে না, যা হবে ঐটাই হবে। আলহামদুলিল্লাহ।।
একদম সত্যি বলছি সাবধানের কিছুই নাই, কিছু নাই। অতি কড়াকড়ি ও অতি নিরাপত্তার ভেতর মারাত্মক দূর্বলতা। অতি বাড়াবাড়ি অতিশয় ভেঙ্গে পড়া, এটাই চিরন্তন নিয়ম।
পৃথিবীতে প্রত্যেকের সক্ষমতার একটা চরম সীমা আছে, তারপর আর কিছু নাই। হাসিনা-র সক্ষমতা আমার মাপা হয়ে গেছে এ আন্দোলনে। আমি কখনোই বিশ্বাস করিনি এত দ্রুত হাসিনা তার সর্বোচ্চ সক্ষমতার চূড়ান্ত রূপ দেখিয়ে দেবেন। কাউকে জানার পর তার ব্যাপারে আর কোন আগ্রহ থাকে না। হাসিনাও তেমন আমার আউট অফ স্টাডিতে চলে গেছেন।
অনুমান খারাপ জিনিস তাই অনুমানের কিছু বললাম না, কিন্তু তার যবনিকা আঁচ করা যাচ্ছে।
যাই হোক, হাসিনা ভেঙ্গে পড়া জায়গা উদ্ধারের চেষ্টা করতেছেন, এটি চেষ্টা করা তার ব্যাক্তিক অধিকার কিন্তু নৈতিক অধিকার নয়। নৈতিক অধিকার হলো পদত্যাগ করা।
ঢাকা শহরে এমন একটি জায়গা নেই যেখানে তার দল নৈতিকভাবে দাঁড়িয়ে ছিলেন। কি ছাত্রলীগ কি যুবলীগ!
কি আওয়ামী লীগ! কারণ প্রত্যেকেই দিনশেষে মানুষ এবং প্রত্যকেই বিচার-বিশ্লেষণ করেন। হাসিনার প্রতিটি টুলস ব্যবহার শেষ, এখন আর সমন্বয় হবে না, গা বাঁচানো খেলা চলবে।
মানুষের ভয় ভেঙ্গে গেলে মানুষের প্রকৃত সৌন্দর্য ফোটে উঠে। বাংলাদেশ এখন বিশ্বের বুকে জ্বলজ্বল করতেছে। এ আন্দোলনে সফলতার পর বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বেড়ে যাবে ইনশাল্লাহ।
অনেকেই দেখি হুট করে বিএনপি-কে দুই/এক শব্দে মূল্যায়ন করে ফেলেন, ১৬/১৭ বছরে বিএনপি কি মোকাবিলা করেছে তা এ আন্দোলনকারী শিক্ষার্থীবৃন্দ আঁচ করতেছেন।
এমন কি বর্তমান ছাত্রদলকেও বলেন অনেকেই,
আমি বলবো ছাত্রদল সরাসরি অংশ না নিয়ে তার মতো করে শুধু সাধারণ শিক্ষার্থীদের সমর্থন দান অনেক বড় বিষয়। আর নিজেরা আলাদা মিছিল করা এটিও অসাধারণ পদক্ষেপ। তারপর ব্যাক্তিগতভাবে প্রত্যেকেই সাধারণ শিক্ষার্থী, তাই সে আন্দোলনে কে যাবে আর না যাবে এটি তার ব্যাক্তিগত সিদ্ধান্ত।
দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট বক্তব্যটিও অসাধারণ। সরকারকে বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রূপ দেবার ঘৃণ্য চেষ্টা করবেন না। তিনি আন্দোলন নিজেরও করতে চাননি, এটি অনেক বড় মানসিকতার পরিচয়। তিনি সত্যিই দেশনায়ক।
কোমলমতি শিক্ষার্থীদের এ আন্দোলন দেশকে বহুদূর নিয়ে যাবে। যত ভয়-ভীতিই আসুক এর সাথে সবারই সামিল হওয়া জরুরী এবং হচ্ছেও। সরকার যে আস্ফালন করতেছে এটা ভয় যে পেয়েছে তা আড়াল করতে, কিন্তু আরো বেশি প্রকাশ হয়ে যাচ্ছে।
এ আন্দোলনে একটি ছেলেকেই অপছন্দ হতো সে সারজিত। এ আমার ব্যাক্তিগত সমস্যা। কিন্তু এ ছেলেটি কত সুন্দর করে কৌশলে বুঝিয়ে দিয়েছে অস্ত্রের মুখে বিবৃতি নিয়েছে। ডিবি হারুনদের চেয়ে এরা বহুগুণ বেশি বুদ্ধিমান। আঙ্গুলের সাইন দেখুন।
তারুণ্যের শক্তি বড় শক্তি, আর বেশি বল প্রয়োগ করলে বহুলোক দেশে থাকতে পারবে না। রাষ্ট্রের সকল এলিট বাহিনীর পরাজয় ঘটেছে, এখন যারা কথা বলছে তারা নিজের ভয় আড়াল করতে চাচ্ছে আবারও বললাম এবং তারা কাপুরুষের মতো নির্লজ্জ।
কাজী নজরুল ইসলামের কথা দিয়ে শেষ করি
---তোরা সব জয়ধ্বনি কর তোর সব জয়ধ্বনি কর
---ঐ নতুনের কেতন উড়ে আসছে ভয়ংকর।
আমি কোনদিনই ভয় পাইনি, এখন তো প্রশ্নই আসে না। যেতে হবে বহুদূর, বহুদূর যেতে হবে বাংলাদেশটা নিয়ে। এখন জরুরি হাসিনা পর্বের শেষ হওয়া, এটি দেশকে এখন পিছনে নিয়ে যাবে। সময় এখন বাংলাদেশের, বাংলাদেশ হারবে না। ইনশাল্লাহ।
২| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ৩:৩৪
আরেফিন৩৩৬ বলেছেন: আল্লাহ ভরসা
৩| ২৯ শে জুলাই, ২০২৪ ভোর ৫:২৯
আলচুদুরওয়ালবুদুর বলেছেন: ঐ আঙ্গুলের সাইনের মানে কি? একটু খুলে বলুন।
২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৮
আরেফিন৩৩৬ বলেছেন: অস্ত্রের মুখে বিবৃত আদায়
৪| ২৯ শে জুলাই, ২০২৪ ভোর ৫:৫৬
রিফাত হোসেন বলেছেন: কি নায়ক?
দেশ মনে হচ্ছে কারো বাপের সম্পত্তি!
বাপের সম্পত্তি মনে করার জন্যই এই অবস্থা! প্রকৃত বাংলাদেশ প্রেমীর খুব অভাব।
২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৯
আরেফিন৩৩৬ বলেছেন: যারা মাঠে আছে এবং ঢ়ারা সমর্থন দিচ্ছেন তারাই দেশপ্রেমিক
৫| ২৯ শে জুলাই, ২০২৪ ভোর ৬:২০
রবিন_২০২০ বলেছেন: তারেক রহমান এটাতে না জড়ালেই ভালো। তার তো দেশ বা বিদেশ কোথাও কোনো গ্রহণযোগ্যতা নেই। তার সংশ্লিষ্টতা হাসিনার হাতকেই বরং শক্তিশালী করবে
২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:০১
আরেফিন৩৩৬ বলেছেন: আপনি তো একজন ব্যাক্তি, আপনার মতামত আপনার। কিন্তু দেশে আপনার মতো বহু মানুষ চায় সে এসব বিষয়ে মাথা ঘামাক।
৬| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ৭:৩৭
সোনাগাজী বলেছেন:
আপনি ভার নিলে শেখ হাসিনা ছুটি নিতে সমর্থ হবেন।
২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:০০
আরেফিন৩৩৬ বলেছেন: আমীন। মহান আল্লাহ আপনার মন্তব্যটি কবুল করুন। আমীন।
৭| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ৯:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: আমরা আওয়ামী লীগ ও বিএনপি থেকে মুক্তি চাই। আমরা একটি নিরপেক্ষ ন্যায়পরায়ণ শাষক চাই।
২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৫৭
আরেফিন৩৩৬ বলেছেন: লীগের দালাল হয়ে বয়ান তৈরি করেন?
৮| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১০:৩৮
ধুলো মেঘ বলেছেন: আঙ্গুলের সাইন দেখানোর কোন প্রয়োজন নেই। একটা বাচ্চা ছেলেও এখনকার পরিস্থতি বুঝে। নাহিদ ইসলামের নাগাল যখন পুলিশ পায়নি, তখনি সে ঘোষনা করেছিল, 'সারাদেশে নির্বিঘ্ন ইন্টারনেট চালু আর ক্যাম্পাস খুলে দেবার আগ পর্যন্ত যে সমন্বয়ক যে বক্তব্যই দিক না কেন - সেটা তার ব্যক্তিগত মতামত। আমরা ৬৫ জন সমন্বয়ক সর্বসম্মত না হয়ে কোন সিদ্ধান্ত দেবোনা।'
এখন অবশ্য আন্দোলনের নেটওয়ার্ক অনেকটাই ক্রিপ্টোকারেন্সির মত হয়ে গেছে। এই আন্দোলনের এখন আর সুনির্দিষ্ট কোন বাবা মা নেই। দেশের সব জায়গায় দাহ্য গ্যাস ছড়িয়ে আছে, একটু ফুল্কি উঠলেই দাবানলের মত সারা দেশে ছড়িয়ে যাবে। কোন ফায়ার সার্ভিসের সাধ্য হবেনা ইন্টারনেট বন্ধ করে দিয়ে সে দাবানল নিয়ন্ত্রণে আনে।
২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:০২
আরেফিন৩৩৬ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্যে
৯| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:৩১
নতুন বলেছেন: দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট বক্তব্যটিও অসাধারণ। সরকারকে বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রূপ দেবার ঘৃণ্য চেষ্টা করবেন না। তিনি আন্দোলন নিজেরও করতে চাননি, এটি অনেক বড় মানসিকতার পরিচয়। তিনি সত্যিই দেশনায়ক।
এই বেয়াদপ, দূনিতিবাজ, বখে যাওয়া ছেলেকে দেশের প্রধানমন্ত্রী হলে দেশের অবস্থা আরো খারাপই হবে।
২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:০৩
আরেফিন৩৩৬ বলেছেন: যাক আপনার কাছে উনি ভদ্রতা শিখবেন।
১০| ২৯ শে জুলাই, ২০২৪ সকাল ১১:৩৯
নতুন বলেছেন: দেশের জনগনের হাতে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।
রাজনিতিক দলের জনগনের প্রতি জবাবদিহিতা না থাকলে দূনিতি, সন্ত্রাস বন্ধ হবে না।
শুরুটা করা দরকার।
২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:০৭
আরেফিন৩৩৬ বলেছেন: ভোটাধিকার ফিরলে তো তারেক রহমান ক্ষমতায় আসে, কেমন করবেন? স্বৈরাচারের পক্ষেই থাকেন? নাকি
১১| ২৯ শে জুলাই, ২০২৪ দুপুর ১:০২
মিথমেকার বলেছেন: জাস্ট দেখুন পলকে পলকে কীভাবে এই গিরগিটি গুলো রঙ বদলায়!!!
প্রথমে চেতনাবাজ ভণ্ড নেতাদের সাথে সুর মিলিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকার বলেছে। বলছে নিজে যুবলীগ করে এবং ভালো মানুষ।
এখানে বলছে যেখানে রাজাকার সেখানে মুক্তি যোদ্ধারা লড়াই করবে!! সে সরাসরি শিক্ষার্থীদের ওপর এই হামলা এবং এই নির্মম গণহত্যাকে সমর্থন করছে।
এর এই মন্তব্য থেকে প্রমাণিত হয় এদের মতো ছদ্মবেশী গুন্ডা, ক্যাডাররাই শিক্ষার্থীদের জামাত, শিবির ট্যাগ লাগিয়ে হত্যা করেছে!
এবার শুধু এর এই আন্দোলন ঘিরে পোস্ট গুলোর প্যাটার্ন দেখুন। কিভাবে সময় পরিস্থিতি বুঝে বদলিয়েছে। এবং এক পর্যায় এসে স্বৈরাচারে পতন চাইছে। কিন্তু কয়েকদিন আগেই সে বলছে আমরাই স্বৈরাচার আবার স্বৈরচারের পতন চাই! বাহ! বাহ! ভালো জাতের গিরগিটি!
ছাত্রলীগ এর নিরীহ শিক্ষার্থী দেড় ওপর নির্মম আক্রমণ এবং নির্যাতনের পর এই গিরগিটির সেই চিরচেনা ট্যাগইং। কত বড় বেহায়!
এখানে খুবই সুশীল সেজে ইনিয়েবিনিয়ে সকলকে স্বৈরাচার বলেছে।
এই আন্দোলন যখন গণ আন্দোলনে রূপ নেয়, এই গিরগিটিটাই তখন আন্দোলনের বিরোধিতা করেছে।
অবস্থা যখন বেগতিক দেখেছে তখন রং বদলানো শুরু!
রং বদলিয়ে সিম্প্যাথি পাওয়ার চেষ্টা, ভিক্টিম কার্ড প্লে। খুব এনালিস্ট ভাব! আপাদমস্তক ধান্দাবাজ! গিরগিটি!
আন্দোলনের ইমোশনাল ছবি দিয়ে মানুষের ভিড়ে এই অমানুষটার প্রবেশের অপচেষ্টা! ইনিয়েবিনিয়ে এনালিস্ট ভাব ধরে এখন আন্দোলন এবং ছাত্রদের কাটা গায়ে নুন এর ছিটা দিচ্ছে। কত বড় কুলাঙ্গার! অথচো এই কুলাঙ্গার তাই একটা সময় ছাত্রদের রাজাকার বলেছে। ছাত্রদের জামাত, শিবির ট্যাগ দিয়ে হামলার সমর্থন করেছে। এমনকি জবাই করার মতো কোথা বলেছে!
এই অমানুষ গুলোর জন্যই দেশটা এমন ভাবে পুড়ছে! এরা মানুষের ছদ্মবেশে নরপশু! ভণ্ড! এই জানোয়ার গুলো নিজের ভালো ছড়া অন্য কিছু বোঝে না। যখন দেখেছে পুরো দেশ এক পাশে আর কিছু নরপশু এক পাশে এদের মতো নর পশু গুলোই ধীরে ধীরে দেশের মানুষ গুলোর মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। এদের চিহ্নিত করে সামাজিক ভাবে বহিস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এরই হলো দেশের নীরব ঘাতক! দেশের মেরুদণ্ডে অহমিকার ঘুণ!
২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:০৮
আরেফিন৩৩৬ বলেছেন: এই লোক নাম্বার ওয়ান পেইড ভার্সন এবং দালাল। এসবের কথাই বুঝা যায়।
১২| ২৯ শে জুলাই, ২০২৪ দুপুর ২:১৭
লিখন২০১৬ বলেছেন:
গিরগিডিটা রং পল্টায়া ভং ধরিছে। হে হে হে । গিরগিডিও জানের ময়া বড়ু ময়ারে বাহে। বাহে বাহে নুতন অং এ ভালা লাগিচ্ছে তারে বাহে।
এতুদিনে গিরগিটির অং বাইরালচে বাহে। হে হে হে । এখই অঙ্গৎ কতু উপ বাহে। হে হে হে বালা বালা বড়ু বালা বাহেগণ।
২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১০
আরেফিন৩৩৬ বলেছেন: ধন্যবাদ
১৩| ২৯ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নতুন বলেছেন: দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট বক্তব্যটিও অসাধারণ। সরকারকে বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রূপ দেবার ঘৃণ্য চেষ্টা করবেন না। তিনি আন্দোলন নিজেরও করতে চাননি, এটি অনেক বড় মানসিকতার পরিচয়। তিনি সত্যিই দেশনায়ক।
এই বেয়াদপ, দূনিতিবাজ, বখে যাওয়া ছেলেকে দেশের প্রধানমন্ত্রী হলে দেশের অবস্থা আরো খারাপই হবে।
২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:১১
আরেফিন৩৩৬ বলেছেন: আপনিও স্বৈরপক্ষে বুঝি বাহে, জনগণ চাইলে আপনি কোন দুলালচান
১৪| ২৯ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:২৫
এস.এম.সাগর বলেছেন: আল্লাহ সুবঃ ছাড় দেন কিন্তু ছেড়ে দেননা। সকল অন্যায়ের বিচার হবেই ইনশাআল্লাহ।
২৯ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭
আরেফিন৩৩৬ বলেছেন: ইনশাল্লাহ
১৫| ২৯ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:২২
হাসিব শান্ত বলেছেন: গোফরান ভাই বার বার এক্সপোজ হয়ে যাচ্ছে।
আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই।
আমাদের ভোটাধিকার থাকুক, আমরা যাতে ভাল মানুষ নির্বাচন করতে পারি।
আওয়ামী-বিএনপি দুই দলের রাজনৈতিক অবস্থান এতটা ভাল না।
২৯ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯
আরেফিন৩৩৬ বলেছেন: গোফরা যখন আমুলীগকে সাপোর্ট করার নৈতিক শক্তি হারায় তখন সে থুক্কু দিয়ে আবার শুরু করতে চায়। আবার যখন আমুলীগকে সাপোর্ট করা যায় তখন নেংটি খুলে নেমে পড়ে। দ্বৈতরূপ
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০২৪ রাত ২:৩৮
মিথমেকার বলেছেন: আজ মনটা প্রচণ্ড খারাপ ছিল! বারবার মনে হচ্ছিল ওই প্রাণীগুলোকে কী মানুষের মৃত্যু, লাশ, কান্না এতটুকু নড়া দেয় না? ওরা কী রক্ত মাংসের নাকি ওদের শরীর অন্য কিছু দিয়ে তৈরি? বাংলাদেশের প্রতিটি সুস্থ মস্তিষ্কের মানুষের জন্য ট্রমা হয়ে থেকে যাবে ২০২৪ সালের জুলাই মাস। এই গণহত্যা রক্তের কালিতে বাংলাদেশের ইতিহাসের সাথে লেখা হয়ে গিয়েছে!