নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু করার আগে এখন অনেকবার চিন্তা করি।

সংগ্রাম করে বেঁচে আছি, সামনে সংগ্রাম দেখছি।

গান পাগল মন

অনেক হার দেখার পর কিছু সংকল্প থাকে জেতার। অনেক হারার পর হারানোর কিছু থাকে না, তখন জয় ছাড়া আর কিছু বাকি থাকে না। আমি সেই পথের পথিক।

গান পাগল মন › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর মাঝে কষ্টগুলোর সুন্দর পরিসমাপ্তি

০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:৩৪





১. মৃতের কি ভালোবাসা হয়? তুমি কি মৃতকে ভালোবেসেছো? কফিন ছুঁয়ে কি হবে? ভালোবাসা সেখানে মৃত



২. কফিনে নিথর দেহের বুকে কাপড় নেই। বুকে নীল চিহ্ন আজীবন পোষা ব্যথাগুলো দেখছো? শুধু একবার স্পর্শে তোমার আঙ্গুল সব ব্যথা শুষে নিত। এখন ছুঁয়ো না, লাভ হবে না, বড্ড দেরী হয়ে গেছে যে!



৩. বুকপকেটে পাওয়া সুইসাইডে নোটটি ছিল একটি শ্বেতপত্র; ছিল নৈঃশব্দ্য! একাকীত্ব এক নৈঃশব্দ্য! ব্যর্থ! চিঠির দিকে তৃষ্ণার্ত হয়ে তাকিয়ে শব্দ খোঁজার বৃথা চেষ্টা। আজ তাহলে সবাই জানো আমার কল্পনার ছিল অসুখ।



৪. শান্ত মাতালটি আজ কাউকেই কষ্ট দেয়নি। নিজেই নিজের গোরখোদক; নিজেই নিজের এপিটাফে লেখেছে মৃত্যুর তারিখ এবং সময়! আজ আর কবরে এসো না, আজ আর কষ্ট পেয়ো না। একটি স্পর্শ আর একটি চুম্বনের দায় থেকে মুক্তি পেয়েছো। সুখি হও; আজ মৃত্যুর মাঝে তার কষ্টগুলোর সুন্দর পরিসমাপ্তি ঘটেছে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর!

০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:০৮

গান পাগল মন বলেছেন: আপনি একাই সুন্দর বলেন আপনি একাই পড়েন শুধু। কতটুকু জঘন্য লেখি এমনি বোঝা যায়।

প্রতিদিন পড়ার আর মন্তব্যের জন্য ধন্যবাদ :)

২| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৪

আদনান০৫০৫ বলেছেন: খুব খুব ভালো লাগলো।

বুকপকেটে পাওয়া সুইসাইডে নোটটি ছিল একটি শ্বেতপত্র; ছিল নৈঃশব্দ্য! একাকীত্ব এক নৈঃশব্দ্য! ব্যর্থ! চিঠির দিকে তৃষ্ণার্ত হয়ে তাকিয়ে শব্দ খোঁজার বৃথা চেষ্টা। আজ তাহলে সবাই জানো আমার কল্পনার ছিল অসুখ।

আপনি মনে হয় মৃত্যু নিয়ে এক ধরণের ঘোরের মধ্যে থাকেন, এর আগেও ফেসবুকে আপনার একটা নোট সম্ভবত দেখেছি মৃত্যু নিয়ে। মাঝেমাঝেই ল্যাবের পিসিতে বসে ব্লগ বা নোটগুলা পড়া হয় বলে মাঝেমাঝে মন্তব্য করা হয়না - বাংলিশ মন্তব্য করতে চাইনা বলে।

অনেক ভালো লাগলো, অনেক। মৃত্যু নিয়ে আমিও একধরণের ঘোরের মধ্যে থাকি। বিশেষ করে রাতের শেষদিকে জানালার দিকে তাকিয়ে যখন থাকি, ভাবি - মৃত্যু এসে আলিঙ্গন করুক মৃদু হাওয়ার চালে। অনেক প্রিয়জনের মৃত্যু খুব কাছ থেকে দেখেছি বলেই মনে হয় হালকা একটা সুগন্ধি বাতাসের মত মৃত্যু এসে উড়িয়ে নিয়ে যাক আমাকে। আমি প্রিয়জনদের শোকভারে হাহাকারময় মৃত্যুকে প্রচন্ড ভয় পাই।

প্রিয় কবি লোরকা তার প্রিয় বন্ধুর মৃত্যুকে কাছ থেকে দেখার বর্ণনাটা দিয়েছেন এখানে https://www.youtube.com/watch?v=fEtnO9qcx7s

শুনে দেখুন প্লিজ, বিলাপের ভাষা কতটা তীব্র প্রিয় কবির লেখায়!

০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:১০

গান পাগল মন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আরও ধন্যবাদ মন্তব্যের জন্য :)

৩| ০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৯

স্বঘোষিত মিসির আলী বলেছেন: আমার এপিটাফে থাকে যেনো লেখা এইতো সে, সেই মানুষ টা ভীষণ মন্দ

১০ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:১৩

গান পাগল মন বলেছেন: হ মানুষটা মন্দ ছিল

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৩

কান্নার ছায়া বলেছেন: খালি মৃত্যু নিয়ে সবাই এতো লেখে ক্যান /:) শুভকামনা রইল ।

১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

গান পাগল মন বলেছেন: স্যাটায়ার লেখলেই কেস দিব। কি দরকার গুতাগুতি করার?
বাই দ্য ওয়ে, কেমন আছো?

৫| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২১

রহস্যময়ী কন্যা বলেছেন: কথাগুলো সুন্দর :)

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৯

গান পাগল মন বলেছেন: ধন্যবাদ :)

৬| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫০

স্বপ্নবাজ অভি বলেছেন: পোষা ব্যথাগুলো দেখছো? শুধু একবার স্পর্শে তোমার
আঙ্গুল সব ব্যথা শুষে নিত। এখন ছুঁয়ো না, লাভ হবে না, বড্ড
দেরী হয়ে গেছে যে!

অনেক দিন পর অসধারণ কিছু পড়লাম!

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১১

গান পাগল মন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ :)
শুভকামনা নিরন্তর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.