নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তায় মুক্ত - ভাষায় প্রকাশে ভীত , কল্পনার সীমানা মহাকাশ ছাড়িয়ে - বাস্তবতায় পা বাড়াই না সীমানার বাহিরে

শান্তনু চৌধুরী শান্তু

কবিতা লিখি , গল্প লিখি , মুভি রিভিউ লিখি , বুক রিভিউ লিখি , ফিচার লিখি । এই তো আমার লিখিময় জীবন ।

শান্তনু চৌধুরী শান্তু › বিস্তারিত পোস্টঃ

হলিউড মুভি রেটিং সিস্টেম - মুভি লাভারদের জন্য

১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৪



সকালটা শুরু হলো মুভি ট্রেইলার দেখে । খেয়াল করলাম কমবেশি ট্রাইলারে PG-13 বা R লিখা থাকে । এর অর্থ কি জানা ছিলো না । আজ একটু গবেষণায় বসলাম । আর যা পেলাম তা অভূতপূর্ব । ভাবলাম একটু শেয়ার করি । কোন মুভি কোন ধরণের তার অন্তত বেসিক ধারণা সবার থাকা উচিত । যারা মুভি ভালোবাসে তাদের জন্য এই জ্ঞানটুকু খুব দরকার ।

মুভি মুক্তির ব্যাপারে এই সাবকন্টিনেন্টে সেন্সর সিস্টেম ব্যবহার করা হলেও হলিউড রেটিং সিস্টেম ব্যবহার করে । যা বলে দেয় কোন মুভি কোন বয়সীদের জন্য হলিউডে পাঁচটি রেটিং রয়েছে । সংক্ষেপে নিচে দেওয়া হলো :


১। G (General Audiences)
G রেটিং এর অর্থ General Audience মানে সবাই এটি দেখতে পারবে।বিস্তারিত বলার কিছু নেই ।


২। PG (Parental Guidance)
PGর ক্ষেত্রে দশ বছরের নিচের দর্শকদের অভিভাবক এর প্রয়োজন হবে।এক একথায় এগুলো বাচ্চাদের ছবি।


৩। PG-13 (Parental Guidanceis suggested in the case of children under the age of 13) -
বহুল প্রচলিত । PG-13 মানে হল ১৩ বছরের নিচে যদি কেউ এই সিনেমা দেখতে চায় তবে তার সাথে একজন অভিভাবক লাগবে যার বয়স ১৮ এর বেশি ।বেশিভাগ বিগ বাজেট ফিল্মই যে PG-13 ।PG-13 এখানে Fuck শব্দটা মাত্র একবার ব্যবহার করতে যায় । তাও আবার কোন সেক্সুয়াল রেফারেন্স ছাড়া, যেমন Fuck Off, I’m fucked ইত্যাদি । PG-13 এ কোন উম্মুক্ত নারীবক্ষের দৃশ্য দেখতে পাবেন না। তবে PG-13 প্রাপ্ত টাইটানিকে এই নিয়ম মানা হয়নি । কারণটা বোধ হয় টাইটানিক ইজ টাইটানিক । এখানে রক্তারক্তির কোন দৃশ্য থাকবে না । এই মুভিগুলোতে গুলি খেলেও সচরাচর রক্ত বের হয় না । যেমন জেমস বন্ড মুভি । PG-13 এ ন্যুডিটি ছাড়া সেক্স সিন দেখানোর অনুমতি আছে ।


৪। R (A parent or adult guardian to be present) -
বহুল প্রচলিত । R অর্থ রেস্ট্রিক্টেড। এই মুভি দেখতে হলে আপনার বয়স যদি ১৭ এর কম হয় তাহলেই আপনার সাথে একজন অভিভাবক লাগবে যার বয়স ১৮ বা তার অধিক। এখানে বিশেষ কোন বাধা নেই । ন্যুডিটি বা রক্তারক্তি (এখানেও কিছু নিয়ম ফলো করতে হয়) দেখানো যাবে । এর উদাহরণ- The Matrix Series, The Hangover Series, Lethal Weapon Series etc. । কিছু বিখ্যাত পরিচালক R-Rated ছাড়া মুভিই বানান না। কেননা তা না হলে তাদের মুভির সিগনেচার থিমই নষ্ট হয়ে যায় । ব্যক্তিগত ভাবে আমি R-Rated মুভিই বেশি পছন্দ । কারণ এটা রিয়ালিস্টিক ।


৫। NC-17 (No one under the age of 17 is permitted) -
NC 17 - পর্ণ মুভিগুলো যদি কোন অথরিটিকে দেওয়া হয় না । যদি হতো তাহলে এই রেটিংই পেতো । তবু এই রেটিং পাওয়া The Dreamers, অস্কার পাওয়া Bernardo Bertolucci র মুভি এবং Eva Green এর মুভিগুলো পোড়খাওয়া মুভি লাভারদের দেখা উচিত ।

এখন কোন মুভি কোন ধরণের তার রেটিং এ পড়েছে আপনারা এখন নিজেরাই বের করতে পারবেন । ;)

সংক্ষেপে -


কৃতজ্ঞতায় - নেট জগৎ

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৭

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ধন্যবাদ

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: আপনাকেও :)

২| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৩

হাসান মাহবুব বলেছেন: 'R' এর নীচে কোন মুভি দেখতেই ইচ্ছা করে না।

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: অন্যগুলোতে মজা নেই :)

৩| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

জেন রসি বলেছেন: আমি সবই দেখি! ভালো লাগাটা কাহিনী আর পরিচালকের দক্ষতার উপর নির্ভর করে।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১:৫০

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: সম্মত :)

৪| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:০০

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১:৫০

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.