নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি , গল্প লিখি , মুভি রিভিউ লিখি , বুক রিভিউ লিখি , ফিচার লিখি । এই তো আমার লিখিময় জীবন ।
কিছু অনুভূতি সচরাচর প্রকাশ করা যায় না । গেলেও সবার কাছে তা প্রকাশের যথার্থ শব্দ থাকে না । আমার কাছেও নেই । কেবল বলতে পারি এক অদ্ভূত মন ভালো করা আবেশে বুক ভরে আছে । - "The Age Of Adaline" মুভিটি দেখা শেষে অনুভূতি প্রকাশের এই কটা লাইনই খুঁজে পেয়েছি । কিছু মুভি কখনো দিনে দেখতে নেই । এই মুভিগুলোর জন্য দরকার একটু গভীর রাত আর একটি নিবিষ্ট মন । The Age Of Adaline এমনই একটি মুভি । কেউ যদি হাই বাজেটের ডিজাস্টার মুভি দেখতে দেখতে বিরক্ত ; তাদের জন্য The Age Of Adaline একটি সাধারণের মাঝে অসাধারণ তৃপ্তিময় মুভি ।
।
কাহিনী সংক্ষেপ - প্রতিটা মানুষই জীবনের কোন না কোন ভাবে ভেবেছে - যদি অনন্তকাল ধরে বেঁচে থাকা যায় ! কোন একটি নির্দিষ্ট বয়সে ! কেমন হতো ! এই মুভিটি এই রকমই একটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করেছে । ১৯০৮ সালে এডালিন নামে এক মেয়ে জন্মগ্রহণ করে । পূর্ণ বয়সে বিয়েও করে , মেয়ে জন্মে এবং বিধবাও হন । সিজনের প্রথম তুষারের আবির্ভাবের এক রাতে এডালিন এক্সিডেন্ট করে । ঠান্ডা পানিতে তার তাপমাত্রা নেমে যায় ৮৭ ড্রিগ্রি , চলে যায় মৃত্যুর খুব কাছাকাছি , এমন সময় বজ্রপাত হয় আর এডালিন বেঁচে যায় । ব্যস থেমে যায় তার বয়স । ঠিক ২৯ শেই । এই আশীর্বাদ অচিরেই অভিশাপ হয়ে দাড়ায় । সবাই প্রশ্ন করতে থাকে, সরকারী দফতরের লোক তাকে খুঁজতে থাকে । অস্থির হয়ে একদিন এডালিন পালায় । নিজের মেয়ের থেকে , ভালোবাসার মানুষটির থেকে । এরপর একদিন সিজনের প্রথম তুষার আবার তার বুকে নামে । শরীরের তাপমাত্রা নেমে যায় ৮৭ ডিগ্রি । তবে জিউসের সে থান্ডার আর দেখা যায় না ,,,,,
।
The Age of Adaline - Official Trailer
এডালিন রূপী Blake Lively । তার অভিনয় ,তার পরিমিত সজ্জার রূপ এই সবের ব্যাখ্যা দিতে হলে লিখাটি ক্রমশ বৃত্ত থেকে বৃহত্তর হতে থাকবে তাই সেদিকে গেলাম না । তবে এতটুকু বলবো এই সৌন্দর্য অনেকদিন চোখে লেপটে থাকলে ।
ব্যাক্তিগত ভাবে মনে করি এই IDMb 7.2/10 পাওয়া মুভিটি সার্থক করার প্রায় পুরো ক্রেডিটটুকু যাবে J Mills Goodloe আর Salvador Paskowitz চিত্রনাট্যের উপর । বাকিটা অন্যান্যদের । ধন্যবাদ তাদের যারা মুভিটিতে ভালো লাগার এই মিষ্টি আবেশ ভরে রেখেছে ।
২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৩
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ধন্যবাদ
২| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৪
জেন রসি বলেছেন: ভালো লেগেছিল।
২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৪
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ধন্যবাদ
৩| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩৭
সুমন কর বলেছেন: দেখা আছে, খারাপ লাগেনি।
২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৪
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: হুম খারাপ না
৪| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৭
চন্দ্রদ্বীপবাসী বলেছেন: প্রিয়তে...ধন্যবাদ একটি নতুন ফিল্ম উপহার দেয়ার জন্য। আপনি সম্ভবত ব্লেইকের প্রেমে পরেছেন!
২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৫
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: হুম তারই প্রেমে পড়েছি
৫| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৮
হাসান মাহবুব বলেছেন: আমার কাছে ছিলো। কিন্তু আমি এত দিন জানতাম যে মুভিটার নাম দ্যা এজ অফ আলাদিন। আলাউদ্দিনের বয়স নিয়া আগ্রহ ছিলো না বলে মুভিটা ডিলিট করে দিছিলাম
২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৭
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: হা হা উচ্চারণ টা এড্যালিন হবে
৬| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩১
আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: চমৎকার একটি সিনেমা।
৭| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৫
তাহ্ফীর সাকিন বলেছেন: অসম্ভব সুন্দর !
©somewhere in net ltd.
১| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ১০:১৭
আরজু পনি বলেছেন: বছর খানেক আগে দেখেছি।
ভালোই লেগেছিল।