![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনাদের মধ্যে শাহবাগী আর বাকশালী গান্ডুরা আছে বইলাই আপনারা বাঙ্গু বাম । এই আন্দোলনের বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে, আপনাদের মধ্যে যারা বিভক্তির কারণ হচ্ছে, তাদের বাদ দেওয়া প্রয়োজন। প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের পাশে রেখে কোনো আন্দোলন যৌক্তিক হইতে পারে না। প্রত্যেকবার আপনাদের ফাকড আপ গুলারে ফ্যাক্ট চ্যাক করার দায়িত্ব জনগণ নেয় নাই।
এই লাকি আক্তার গং আওয়ামী পুনর্বাসন করতে বিশেষ স্বার্থে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, আর অনেকে না বুঝেই সেটাকে সমর্থন দিচ্ছেন। সচেতন নাগরিক হিসেবে আপনাদের দায়িত্ব হলো যেকোনো পক্ষপাতদুষ্ট নেতৃত্বকে প্রত্যাখ্যান করা এবং নৈতিক অবস্থান স্পষ্ট করা। লাকি আক্তার যদি আপনার পক্ষেও আন্দোলন করে, আপনি একজন সচেতন নাগরিক হিসেবে ওরে ডিনাই করবেন।
লাকি বলতেছে "ইউনূস সরকারের পুলিশ" , না এইটা ইউনূস সরকারের পুলিশ না । এইটা হাসিনা সরকারের রেখে যাওয়া পুলিশ। যারা জুলাই অভ্যুত্থানে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং গণহত্যায় সক্রিয় ভূমিকা রেখেছিল। তাই সত্যিকার সংস্কারের দাবিকে সামনে রেখে আন্দোলন করা উচিত, যেন এটি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডায় পরিণত না হয়।
আর আপনাদের আন্দোলন হওয়া উচিত পুলিশ ডিপার্টমেন্ট এর সংস্কার নিয়া।
বর্তমান প্রজন্ম রাজনৈতিকভাবে অনেক বেশি সচেতন। তারা বিভ্রান্তিকর প্রচারণায় সহজে প্রভাবিত হয় না। সুতরাং, যারা আন্দোলনকে ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করছেন, মনে রাইখেন এইটা ২০১৩ নাহ্! ধন্যবাদ।
আরেকটা ফ্যাসিবাদী শাহবাগ সৃষ্টির চেষ্টা করা হলে সেটা প্রতিহত করবে দেশের জনগণ। দেশপ্রেমিক হিসেবে এটা তাদের কর্তব্য।
লাকি না ক্যামেল?
ক্যামেল, ক্যামেল।
২| ১৪ ই মার্চ, ২০২৫ সকাল ৯:৫৫
রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চাইছেন?
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০২৫ রাত ১০:৪৫
সৈয়দ কুতুব বলেছেন: হবে না এখন এমন। এসবের পিছনে সরকারের পেট্রোনাইজ থাকে। এখন লাকি গং রা সরকার থেকে সাহায্য পাবে না।