নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বুললে তো বুলবে বুলছি....

শান্তশিষ্ট

মিয়াও......

শান্তশিষ্ট › বিস্তারিত পোস্টঃ

আমাদের অহিংসতা বনাম রাজাকারি সহিংসতা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

আমি ভাই নিরীহ একজন মানুষ। দেশের বর্তমান ও সম্ভাব্য পরিস্থিতি নিয়ে খুব উদ্বেগের মধ্যে আছি। রাজনৈতিক দলগুলোর (নিকট) অতীত ও বর্তমান (সাম্প্রতিক) আচরণ/কর্মকাণ্ড দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে। সঙ্গে যোগ হয়েছে প্রজন্ম চত্বর আন্দোলন। শুরু থেকেই আমি এই আন্দোলনের সমর্থক। শাহবাগের ডাকে সারা দেশের মানুষের 'জেগে ওঠা' দেখে আমি অভিভূত। তবে ইদানিং একটা কথা মাথায় ঘুরছে- রাজাকারি সহিংসতার বিপরীতে আমাদের এই অহিংসতা কতক্ষণ টেকসই হবে? এরমধ্যেই একজন ভিকটিম হয়েছে। তালিকায় নাকি আরো ১৭ জন আছে!! আমি কল্পনাও করতে পারছি না আগামী দু'-তিন মাসের মধ্যে সারাদেশের অবস্থা কী দাঁড়াতে পারে! শাহবাগের অহিংস আন্দোলনের প্রতি (প্রত্যক্ষ বা পরোক্ষভাবে) সহিংস আঁচড় দিয়ে কি পাল্টা সহিংসতার দিকেই আমাদেরকে উস্কে দেয়া হচ্ছে না? একটা পাগলা কুকুর আপনাকে কামড় দিলে আপনি কি তা দাঁতে দাঁত চেপে সহ্য করতে থাকবেন যতক্ষণ নিজে থেকে কুকুরটা না ছাড়ে? নাকি মুগুরের গদাম দিয়ে আপনার পায়ের সঙ্গে কুকুরের সন্ধির আশু বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করবেন?







মনে হচ্ছে Do or Die এর সময় ঘনিয়ে এসেছে!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

সরলপাঠ বলেছেন: সত্য জানতে আন্দোলন চাই। থাবার মৃত্যু নিয়ে আমার বিশ্লেষন পড়ুন:

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.