নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।সকালের সূর্যের বুকে আমি দেখেছি অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।

স্বপ্নীল ফিরোজ

স্বপ্নীল ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

কবিতা- ধোঁয়া

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৯


ধোঁয়া
.........//স্বপ্নীল ফিরোজ




পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।
সকালের সূর্যের বুকে আমি দেখেছি
অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।
ভ্যাপসা গরমে কারো কারো মুখ থেকে অনবরত নির্গত হয় ধোঁয়া।

ধোঁয়ার পরিমাণ মেপে মেপে আমরা তাদের পূঁজো করি।
যদি আকাশ ছেয়ে যায় ধোঁয়ায় কালো মেঘের মতো।
যদি আলো দূর্ভেদ্য হয় পৌঁছতে না পারে ধরায়।
আমরা খুঁজি সেই আগ্নেয় ধোঁয়ার মুখ।

আমাদের অঞ্জলি ভরা অনেক ফুল তার প্রাপ্য হয়ে যায়।
অথচ সূর্যের বুকে বেদনার তীর
তবুও ক্লোরোফিল তৈরী করে পাতায়, পৃথিবী সবুজ হয়।
ফুলেরা হাসে পাখি গান গায়।
আমরা চিরকাল পূঁজোর ফুল কুড়াই।

মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবিতা উত্তম হইয়াছে।
পাঠ করিয়া বিমোহিত হইলাম।
শুভ কামনা।

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০২

স্বপ্নীল ফিরোজ বলেছেন: অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

২| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২১

খালেদা শাম্মী বলেছেন: কবিতার গভীরতা উপলব্ধি করে ভাল লাগছে। দারুণ লিখেছেন।

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০০

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনার ভাললেগেছে জেনে ভাল লাগল।
অসংখ্য ধন্যবাদ।

৩| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


ব্লগে স্বাগতম।
মন্তব্যের উত্তর দেবেন সব সময়

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন: চেষ্টা করবো। অনেক অনেক ধন্যবাদ।

৪| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৫

বিজন রয় বলেছেন: ব্লগে স্বাগতম।

শুভকামনা রইল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন: অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।

৫| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫১

স্বপ্নীল ফিরোজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

৬| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মন্তব্যকারীর মন্তব্যের উপরে ডান দিকে একটি সবুজ রং এর তীর চিহ্ন আছে। এই চিহ্নে ক্লিক করলেই মন্তব্যকারীর মন্তব্যের জবাব দেয়া যাবে। অন্যভাবে দিলে এগুলো জবাব না হয়ে পৃথক মন্তব্য বলে গন্য হবে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫

স্বপ্নীল ফিরোজ বলেছেন: সকলের সহযোগিতা আমার খুব প্রয়োজন। সবাই ভালো থাকুন।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা গড়েছেন ভাই, মুগ্ধ হয়ে গেলাম কথামালায়।

শুভকামনা আপনার জন্য সবসময়

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০০

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনার ভাললেগেছে জেনে আনন্দ হচ্ছে।
শুভকামনা।

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৮

কাওসার চৌধুরী বলেছেন:



শুভ ব্লগিং৷আশা করি ব্লগে নিয়মিত হবেন এবং বিভিন্ন পোস্ট বিষয়ভিত্তিক সুন্দর সুন্দর কমেন্ট করে ব্লগবাড়ি মাতিয়ে রাখবেন৷শুভ কামনা রইলো৷

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৬

স্বপ্নীল ফিরোজ বলেছেন: ব্লগে অনাড়ি হিসাবে দুর্বল জবাবের জন্যে সহানুভূতি পাবো আশা করি।
তবুও চেষ্টা করবো পা মেলাতে।
অশেষ ধন্যবাদ।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২২

স্রাঞ্জি সে বলেছেন:

হ্যাপি ব্লগিং ফিউস ভাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা। আপনার মন্তব্য আমার উৎসাহ। ধন্যবাদ জানবেন।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২০

পদাতিক চৌধুরি বলেছেন: বিলম্বিত হলেও শুভ ব্লগিং।

কবিতাটি বেশ লাগলো। আপনার ব্লগে আপাতত আমি আছি।

শুভকামনা রইল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা। আপনার মন্তব্য আমার উৎসাহ। ধন্যবাদ জানবেন।

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

বিজন রয় বলেছেন: দেরিতে স্বাগতম।
শুভকামনা রইল।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৫

স্বপ্নীল ফিরোজ বলেছেন: ধন্যবাদ, দাদা। অনুপ্রেরণা পেলাম।

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৬

স্বপ্নীল ফিরোজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১৩| ১৯ শে জুন, ২০১৯ রাত ১০:৩৮

খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম! বিলম্বিত শুভেচ্ছা, শুভ হোক আপনার ব্লগযাত্রা!
ভাবে ও ভাষায় কবিতা ভাল হয়েছে, তবে এ বানান দুটোর দিকে খেয়াল রাখবেনঃ
তীর < নদী তীর
তির < তির ধনুক। কবিতায় যে শব্দটা ব্যবহার করেছেন (দু'জায়গায়), তা তির হবে।
আর পূজো তে চন্দ্রবিন্দু নেই।
বানান ভুল থাকা সত্তেও, কবিতায় প্লাস + +, কারণ কবিতা ভাল হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.