নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।সকালের সূর্যের বুকে আমি দেখেছি অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।

স্বপ্নীল ফিরোজ

স্বপ্নীল ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার শিকল

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:০৯

ভালবাসার শিকল

পাহাড় চূড়ায় সৌরতাপে ফুটছি যখন টগবগিয়ে,
অন্ধ তুমি দৌড়ে গিয়ে ভেসে গেলে বানের জলে।
কে তোমাকে হাত বাড়িয়ে নিয়ে ছিল বুকে টেনে?
এখন তুমি অন্যঘরে আমাকে কি মনে পড়ে?
দেখ তুমি আলতো ছুঁয়ে ভালবাসার শিকল কাটার
দাগ রয়েছে তোমার গভীর নাভিমূলে।

আজ আমার এ শূন্য ঘরে তুমি ছাড়া একা লাগে!
মেঘের মতো উড়ে উড়ে বৃষ্টি ঝরাও অন্য বুকে।
ফসল ফলাও ফুলে ফলে গুঞ্জরিত মধুবনে।
ফুলের হাসি পাখির গানে আমাকে কি মনে পড়ে?
অনেক সুখের বানে ভেসে ছুঁয়ো তোমার নাভিমূলে
আমায় তখন পড়বে মনে সঙ্গোপনে।

তোমার আমার ভালবাসার নেইকো জুড়ি জগৎ জুড়ে।
মনের কোনে তোমার মুখে ভালবাসার জোৎস্না দেখে
মরতে পারি হেসে হেসে তোমার সুখে ভেসে ভেসে।
সকল সময় সকল দেশে আমরা থাকি দুঃখ ভুলে
তোমার সকল সুখের তরে আমার চোখে অশ্রু ঝরে।
সুখ বিলিয়ে দুঃখ নিয়ে আমি থাকি স্বপ্ন নিয়ে।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবিতার শিরোনাম কোনটা হবে?
খোলাসা করলে ভালো হবে।
শুভ কামনা।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৬

স্বপ্নীল ফিরোজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

২| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

স্বপ্নীল ফিরোজ বলেছেন: ভুল করে ফেলেছি। জানিনা কিভাবে Edit করে।
ধন্যবাদ।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা। আপনার মন্তব্য আমার উৎসাহ। ধন্যবাদ জানবেন।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: অনুভূতির সুন্দর প্রকাশ। তবে প্রিয় সাজ্জাদভায়ের সঙ্গে আমারও মত শিরোনামটি ঠিক করুন।

এডিটে গিয়ে শিরোনাম যেটা আছে থাক। বরং "শুভকামনা নিরন্তর " কথাটি ডিলিট করে দিন। আর আপনার নামটি শেষে দিলে ভালো হয়।

শুভকামনা ও ভালোবাসা রইল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা। আপনার মন্তব্য আমার উৎসাহ। ধন্যবাদ জানবেন।

৫| ২২ শে জুন, ২০১৯ সকাল ৯:৪৮

খায়রুল আহসান বলেছেন: ভালবাসার কবিতা ভাল হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.