![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলতান
.........//স্বপ্নীল ফিরোজ
কিছু কিছু গাছের পাতার ফাঁক গলে সূর্য নামে।
আমি তাঁকে দেখতে চেয়েছিলাম।
দেখি পাতায় পাতায় বেদনার শিশির জমে আছে।
সেখানে শিশু সূর্য প্রিজম নিয়ে খেলে,
নিজেকে ভাঙতে দেখে সে লিখে রাখে সময়।
কিছু কিছু পাখি নিঃশব্দে গান তোলে এর ডালে।
আমি তাকে শুনতে চেয়েছিলাম।
দেখি বাউলা বাতাসে পাতারা সুর খেলে।
সেখানে গানের পাখির কলতান শুনে আজন্ম বধির।
নিজেকে বিলিয়ে দিয়ে গায় মানবতা।
তবুও কিছু সূর্যের মুখে সৌরকলংক,
সবুজ পাতায় হলুদ ব্যাধি।
কিছু পাখির কন্ঠে হলুদ সুর।
আমি চেঁচিয়ে উঠি -হে সূর্য তারার ধুলোয় আমি অন্ধ হতে চাই না।
কলতানে ভেসে যায় আমার ধ্বনি,প্রতিধ্বনি।
------------------------------------------------------------------------------
ছবিঃ গুগুলের সহায়তায় ইন্টারনেট থেকে খুঁজে বের করা। যিনি ছবিটি তুলেছেন তাঁর প্রতি সীমাহীন কৃতজ্ঞতা জানাই।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
ভালবাসা !!
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৪
ফকির ইলিয়াস বলেছেন: লিখুন। সাধনা অব্যাহত রাখুন।
এই ব্লগে আমার প্রায় দুই হাজার লেখা আছে।
পড়তে পারেন।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৪
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আমার পাতায় আজ নক্ষত্রের আলো।
অবশ্যই পড়বো।
অশেষ ধন্যবাদ।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ সুন্দর কাব্য কথার গাঁথুনি। ++
একরাশ মুগ্ধতা কবিকে।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: যদি কিছু মনে না করেন তাহলে বলি ,
আপনার এখনও পর্যন্ত দেখা কবিতাগুলি বেশ সুন্দর । তবে ব্লগে শিরোনাম লেখার ক্ষেত্রে কবি ভ্রমরের ডানা, কবি অনিক জাহিদ, বা শ্রদ্ধেয় ভৃগুভাইদের ব্লগটা দেখলে একটি ধারনা পেতে পারেন। অবশ্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি। যেহেতু ব্লগে অনেক গুনি কবি আছেন, কাজেই স্রেফ তিনজনের নাম নেওয়াতে অন্যরা দেখলে কষ্ট পাবেন। একারনে আমার এই কমেন্টটি প্লীজ ডিলিট করবেন।
বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনি সুন্দর কবিতা লিখেন, খুবই সুন্দর হয়েছে এটিও, মুগ্ধতা জানিয়ে গেলাম ভাই আপনার কাব্য কথায়।
শুভকামনা জানবেন সবসময়