নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।সকালের সূর্যের বুকে আমি দেখেছি অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।

স্বপ্নীল ফিরোজ

স্বপ্নীল ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃছায়াহীন প্রেতাত্মা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫২

ছায়াহীন প্রেতাত্মা
........//স্বপ্নীল ফিরোজ

ঢের পথ হেঁটে এসেছি পাথরের পথে।
জুয়াপ্রেমিক মানুষের মতো
ছায়াবাজি খেলায় হারিয়েছি নিজের ছায়া।
এখন প্রেত আর আমার পার্থক্য -
একদল চিতল হরিণ বনের গভীরে হারিয়ে গেলে আমি তাকিয়ে থাকি
সে থাকে না।
অথবা একটি ঢাউস ইঁদুর গম ক্ষেতে বাসা বাঁধে আমি উদাস হই
সে ভাবে না।
এখানে যেকোন শহরে আমি এক আগুন্তুক ছায়াহীন
মানুষ। কোন আয়নায় আমি দেখি না নিজেকে!
পরিযায়ী পাখির মতো
হাজার মাইল পথ পারি দিয়ে আমিও গুটাতে চেয়েছিলাম ক্লান্তির পাখা।
শুধু ছায়ার মায়ায় হাওরের মাছের লোভ শিকল হয়ে বাঁধতে পারে না
আর আজ। যেখানে নরম সবুজ ঘাসে শিশুর মতো উবু হয়ে পড়ে আছে
আমার ছায়া, সেখানে কে যেন ছড়িয়ে রেখেছে টুকরো টুকরো কাচ!
আমি এক ছায়াহীন প্রেতাত্মা! তোমার বুকের ওমের
ঘ্রাণ আজ কুয়াশা খেলা!

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৪

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫০

স্বপ্নীল ফিরোজ বলেছেন: অশেষ ধন্যবাদ এবং শুভকামনা।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

সাইন বোর্ড বলেছেন: চমৎকার অাপনার লেখা, পরে সময় করে অারো পড়ব ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১১

স্বপ্নীল ফিরোজ বলেছেন: লেখা পড়ে ভাললাগলে অপার আনন্দ লেখকের।
শুভকামনা নিরন্তর।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর আর সাবলীল রচনা।
পড়ে খুবই ভালো লাগলো।
শুভ কামনা রইল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫২

স্বপ্নীল ফিরোজ বলেছেন: কৃতজ্ঞতা!!

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

রাজীব নুর বলেছেন: কবিতার সাথে সামঞ্জস্য আছে এমন ছবি পোষ্টের সাথে দিয়ে দিবেন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৫

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আমি খুব ভালো ছবি তুলতে পারি না। তবে চেষ্টা থাকবে। আপনাকে অনেক অনেক শুভ কামনা।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৬

সূর্যালোক । বলেছেন: কাব্য ভালো লিখেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.