নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।সকালের সূর্যের বুকে আমি দেখেছি অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।

স্বপ্নীল ফিরোজ

স্বপ্নীল ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কোন এক সকালের গল্প

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫১

কোন এক সকালের গল্প
.............//স্বপ্নীল ফিরোজ

কোন কোন সকাল আস্ত একটি দিনকে তছনছ করে দেয়।
তেমনি এক সকাল
ব্যাঙের মতো বর্ষার জলে ভিজে পানিবাহিত রোগ বাঁধালো খুব।
বুকে জমে শ্লেষ্মা খুকখুক কাশি নিরাময়হীন। রেলের বগির মতো
তার সকালকে টেনে নেয় আস্ত একটা দিন।

রাতের আকাশ দুর্বার ডগায় নিরবে
নামিয়েছিল যে শিশির এই সকালই তাদের বুকে এঁকেছিল সূর্য।
সুপ্ততাপে কে তাকে শুষে নেয়! এইসব ভাবতে ভাবতে দিন থামেনি দুপুরের স্টেশনে।
বিকেলের ছায়ার স্টেশনে তুমুল কোলাহল হাঁকডাক মানুষের।
তবুও ট্রেনের ইঞ্জিনের
শব্দ ছাপিয়ে কামারের হাপরের মতো শ্লেষ্মা জমা বুকে কেশেই যাচ্ছে সকাল খুকখুক খুকখুক!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা আমি বরাবরই বুঝি কম................ শুভ কামনা জানিয়ে গেলাম।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনার শুভ কামনা আমার আগামীর পাথেয়।
আপনার জন্যও আমার শুভ কামনা রইলো।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

রাজীব নুর বলেছেন: আমি কবিতা লিখতে পারি না কিন্তু কবিতা পড়তে ভাল লাগে।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.