![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুড়ঙ্গপথ
...........//স্বপ্নীল ফিরোজ
বানের পানি নেমে যাবার পরপরই
আমি একটি অন্ধকার রঙের ইঁদুর পোষছি।
তোমার ঘুমের স্বপ্নে একটি সুড়ঙ্গপথ খুঁড়বো বলে।
আমার জন্যে সুড়ঙ্গপথ আর তোমার বাস্তু সাপের খাবার।
পান্ডুলিপির মতো তোমার স্বপ্নে দ্বিধার আগাছায় নিড়ানি শেষে তোমাকে তুমুল বৃষ্টিতে ভেজাতে চাই। এসব একটি চিরহরিৎ বনের প্ররোচনা।
বস্তুত বিশুদ্ধ পুরনো মদের মতো
তোমার স্বপ্নসম্ভারে মাদকতা দেওয়ার এক আদিম প্রায়াস। সুরঙ্গপথে যখন তাকাবে তুমি দেখতে পাবে ঝড় শেষে ফালাফালা কলাপাতা হৃদয়।
তোমার ভেতরের খুব গভীর থেকে আপনাআপনি একটি মূর্ছনা সঙ্গীত বেজে উঠবে। সুরের মূর্ছনার ঘুম কখনো জাগাতে পারে না ইস্রাফিলের বাঁশি।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনার অভিমতের জন্যে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।