![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাস ৯
...........//স্বপ্নীল ফিরোজ
উঠোনের কোণে ডালিম গাছ।
লাল টকটকে ফুল। ঘন সবুজ পাতার আড়ালে তবুও কেমন আগুন লেগে থাকে। আমি প্রবাসীর ঘুমের স্বপ্ন লিপিবদ্ধ করি। এখানে গুমোট গরম আর ওখান শীতের
কুয়াশায় রক্তাভ ডালিম। বিন্দু বিন্দু ঘাম জমে তার নাকে।
দূরের পর্বত চূড়ায় বরফ জমে আছে।
স্তনের কাছে জড়ো হচ্ছে সব মেঘ। লেকের জলে
ঘন কুয়াশায় ভেসে বেড়াচ্ছে পরিযায়ী পাখি। তার
ঠোঁট কেঁপে ওঠে। আমি খুব সতর্ক হয়ে উঠি এবং লিপিবদ্ধ করি তার স্বপ্ন।
পর্যটকেরা জানে চূড়ায় জমা বরফ গলে নামে ঝর্ণা।
আর ঝর্ণাজলে লেক।
ময়ূর যেমন উড়ে যাওয়ার পুর্বে
কেকাধ্বনি দিয়ে গুটিয়ে নেয় তার পেখম তেমনি
সেও তার স্বপ্নের ক্যানভাস গুটাতে থাকে। ঘামের
নুন হয়তো গিয়েছে কিছু তার চোখে। সবকিছু
ঝাপসা হয়ে আসে।
স্বপ্নলেখা শেষে নিজেকে মনে হয় হরিপদ কেরানী।
আমি ফিরছিলাম হঠাৎ সে আমার হাত ধরে বলে
লিখুন আমার পরবর্তী স্বপ্ন -'একটি গাভীর ওলান
ভর্তি দুধ,পুকুরভরা মাছ,ফসলের মাঠ আর ঘরের আঙিনায় রক্তাভ ডালিম। '
আমার চোখে জ্বলে উঠে মাছের আঁশটের মতো
চকচকে রূপালী সুখ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৩
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনি খুব ভালো পাঠক। এটা আমি জেনে গেছি। পড়েছেন জেনে খুব ভালো লাগছে ভাইয়া। ধন্যবাদ। ভালো থাকুন। শুভ কা্মনা।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৩
স্বপ্নীল ফিরোজ বলেছেন: পড়েছেন জেনে খুব ভালো লাগছে ভাইয়া। ধন্যবাদ। ভালো থাকুন। শুভ কা্মনা।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
সাইন বোর্ড বলেছেন: ভাবনা ও প্রকাশভঙ্গি চমৎকার, অনেক ভাল লাগল অাপনার কবিতা ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৩
স্বপ্নীল ফিরোজ বলেছেন: পড়েছেন জেনে খুব ভালো লাগছে ভাইয়া। ধন্যবাদ। ভালো থাকুন। শুভ কা্মনা। আপনার মন্তব্য আমার জন্য দোয়া।
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪১
এ.এস বাশার বলেছেন: কথা মালা সুন্দর.............
কবিতায় ভালো লাগা জানবেন....
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৪
স্বপ্নীল ফিরোজ বলেছেন: পড়েছেন জেনে খুব ভালো লাগছে ভাইয়া। ধন্যবাদ। ভালো থাকুন। শুভ কা্মনা। আপনার মতো পাঠক পাওয়া আমার জন্য ভাগ্য।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রাকৃতিক কবিতা! বেশ, বেশ।
কবিতার পোস্ট আমি কম পড়ি।