![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতাটি দৈনিক যায় যায় দিনে প্রকাশিত হয়েছে
পাথর
--স্বপ্নীল ফিরোজ
জলের রেখা কালো দাগ কেটে গেছে বুকের গভীরে,
নোনা জলে ডুবে আছে আছে ডুবো জাহাজের মতো নিস্তবদ্ধতা,
জলের মানচিত্রে ভেসে উঠে এক উচ্ছল কিশোরীর মুখ,
নিরাক জলে ঢেউ তুলে রক্তের সিঁড়ি। আলোর শহরে স্বপ্ন
নিয়ে ঢুকেছিল যে চোখ – আজ শুধু খোদাই পাথর।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৩
স্বপ্নীল ফিরোজ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সনেট কবি। আপনার উৎসাহ আমার পাথেয়।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার প্রথমদিকেরের বেশকিছু পোস্টে আমার কমেন্ট আছে, কিন্তু আপনি বোধহয় সময়াভাবে উত্তর দিতে পারেননি। আপনি বেশ সুন্দর কবিতা লেখেন। পাশাপাশি প্রতিমন্তব্য আরও একটি নিয়মিত দিলে ব্লগিং বাড়ে। এমন হয় যে আপনার উত্তর পেলে কমেন্টদাতা আবারও মন্তব্য করলো, কাজেই সেই স্পিরিট বজায় রাখতে ও নিজের পরিসর বাড়াতে পোস্টের পাশাপাশি কমেন্টেও আপডেট হওয়াটা কাম্য।
এভাবেই লিখতে থাকুন।
নিরন্তর শুভকামনা ও ভালোবাসা আপনাকে ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১২
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনার কাছে আমি কৃতজ্ঞ। আসলেই প্রবাসে অনেক ব্যস্ততার মাঝে থাকি। উত্তর দিতে পারিনি সময় মতো । ক্ষমা চাই। আপনার মন্তব্য আমার দারুণ রকম কাজে দিবে। উৎসাহ দেবার জন্য কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সব সময়।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫
নজসু বলেছেন: অভিনন্দন ভাই। হাহাকার মাখানো লেখাটা খুব ভালো লাগলো ।
আলোর শহরে স্বপ্ন দেখা চোখ দুটো খোদাই পাথর।
এই উপমাটা সব কিছু বলে দেয় যেন।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৩
স্বপ্নীল ফিরোজ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সহব্লগার। আপনার উৎসাহ আমার পাথেয়। আপনি অনেক ভালো থাকুন।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০১
শামচুল হক বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৩
স্বপ্নীল ফিরোজ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় গদ্য শিল্পী। আপনার উৎসাহ আমার পাথেয়। আমি আনন্দিত। ধন্যবাদ সব সময়।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অল্প কথায় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে জীবন ও বেচে থাকা।
লিখতে থাকুন সেফ হয়ে যাবেন অচিরেই।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৪
স্বপ্নীল ফিরোজ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় সহব্লগা। আপনার উৎসাহ আমার পাথেয়। আপনার শুভ কামনা আমার উৎসাহ। ধন্যবাদ।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
কাওসার চৌধুরী বলেছেন:
অভিনন্দন, ফিরোজ ভাই৷আপনার পোস্টের বেশিরভাগ মন্তব্যের কোন প্রতি উত্তর আপনি করেন নাই!! ব্লগে কমেন্টের প্রতি উত্তর করা বাঞ্ছনীয়৷না করলে ব্লগাররা মাইন্ড করবেন এবং পরবর্তীতে আর আপনার ব্লগে কমেন্ট করবে না৷বিষয়টি একটু খেয়াল রাখবেন৷(ধন্যবাদ)
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন: দেরী হবার জন্য সরি। আমি খুব ব্যস্ততার মাঝে থাকি। প্রবাসের জীবন। খুব যান্ত্রিক। দেশের মতো নয়। আপনি বৃটেনে ছিলেন। আপনি জানেন।
আপনার মন্তব্য আমার উৎসাহ আর প্রেরণা। আপনার লেখা পড়েছি। আপনি খুব ভালো লিখেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবিতাটি পড়ে মুগ্ধ হলাম। সুন্দর প্রকাশ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৬
স্বপ্নীল ফিরোজ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি। আপনার উৎসাহ আমার পাথেয়।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪
স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা। মন্তব্য পেয়ে খুশী হলাম। ভালো থাকুন।
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একজন পুরোদুস্তর কবির কবিতায় মন্তব্য করে ভালো লাগলো। +++
শুভকামনা রইলো।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা। মন্তব্য পেয়ে খুশী হলাম। ভালো থাকুন।
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২১
ল বলেছেন: চমৎকার কবিতা
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা। মন্তব্য পেয়ে খুশী হলাম। ভালো থাকুন।
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০২
লাবণ্য ২ বলেছেন: কয়েক লাইনেই চমৎকার অনুভূতি ব্যক্ত করেছেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা। মন্তব্য পেয়ে খুশী হলাম। ভালো থাকুন।
১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
বাকপ্রবাস বলেছেন: খুবই সুন্দর
৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৬
স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা। মন্তব্য পেয়ে খুশী হলাম। ভালো থাকুন।
১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা। মন্তব্য পেয়ে খুশী হলাম। ভালো থাকুন।
১৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
উদাসী স্বপ্ন বলেছেন: যায় যায় দিন এখনো আছে জানতামই না। এর প্রথম ট্যাবলয়েডটা আমার অনেক প্রিয় ছিলো
যাই হোক কংগ্রাটস
৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৬
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনার লেখা খুব উন্নত মানের। আপনার উচিত বেশী বেশী লেখা। আপনার অভিনন্দন আমার খুবই আনন্দের ব্যাপার। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১১
সনেট কবি বলেছেন: সুন্দর+