![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা কি মিথ্যাবাদী রাখালের গল্প শুনেছ ?
আর আমাকে শিখানো হলো রাখাল মিথ্যাবাদী ছিল।
রাখাল বালকটিকে বাঘে খেয়েফেলেছিল।
আমাকে শিখানো হলো মিথ্যার পরিণতি ভয়াবহ।
কে জানে যদি এমন হয়ে থাকে -
যতবারই বাঘ এসেছে রাখাল বাঘ বাঘ বলে চিৎকার
করেছে। লোকজন সাহায্যের জন্যে এগিয়ে এসেছে বাঘ ভয়ে পালিয়েছে। বাঘ নিজ চোখে না দেখে লোকজন ভেবেছে রাখাল মিথ্যে বলছে।
পরের বার রাখাল বালক আবারো যখন বাঘের হাত থেকে বাঁচার জন্যে সাহায্য চেয়েছিল তখন কেউ তাকে সাহায্যের হাত নিয়ে বাঁচতে আসেনি।
ছেলেটিকে বাঘে খেয়ে ফেললো।
এখানে নীতিবাক্য কী হওয়া উচিত ছিল ?
মানুষের প্রয়োজনে মানুষকে বার বার সহযোগিতার
হাত বাড়ানো উচিত।
নাকি
বারবার সাহায্য দেয়ার চেয়ে তাকে মেরে ফেল !
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৮
স্বপ্নীল ফিরোজ বলেছেন: ভাবতে পারেন।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: বেশতো!! এমনটি তো ভাবিনি কখনও ।
শুভকামনা ও ভালোবাসা রইল।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ কামনা আপনার জন্যও।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩
বিজন রয় বলেছেন: বিশ্বাস ভঙ্গ করতে নেই। তাহলে প্রয়োজনে কাউকে পাওয়া যায় না।
পোস্টে ++++।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
পুলক ঢালী বলেছেন: সুন্দর একটি বিকল্প ভাবনা। তবে ছোটবেলায় গল্পটা শেখাবার উদ্দেশ্য ছিল মিথ্যার ভয়াবহতা শিক্ষা দেওয়ার জন্য । গল্পের শঠতা এড়াবার জন্য রাখাল বালককে দিয়ে হাসানো হয় ফলে মিথ্যেটা প্রতিষ্ঠিত হয়, বাঘ আসেনি প্রমানিত হয়। যদি বাঘ আসতোই তাহলে রাখাল বলক হাসির বদলে থরথর করে কাঁপতো। বডি ল্যাঙ্গুইজ সত্যমিথ্যা যাচাইয়ের একটা নিয়ামকও বটে, সুতরাং' বিকল্প ভাবনায় লজিক থাকছেনা।
যাই হোক বিকল্প ভাবনার একটা দ্বার উন্মোচনের চেষ্টার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন: ভালো থাকুন সব সময়। কপাল কুন্ডলার নবকুমার কি বলেছিলেন? তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইবো কেন? উত্তম সব সময়ই উত্তম। উপকারী ব্যক্তি উপকার করবেই।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: এই গল্পটি থেকে আসলে শিক্ষণীয় ব্যাপার ২টি।
১ঃ মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা
২ঃ মানুষকে সদা সর্বদা সাহায্য করা
০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
স্বপ্নীল ফিরোজ বলেছেন: ভালো থাকুন সব সময়।
তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইবো কেন? উত্তম সব সময়ই উত্তম। উপকারী ব্যক্তি উপকার করবেই।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১২
সাইন বোর্ড বলেছেন: গল্পটা খুব পুরানো হলেও নতুন করে পড়তে ভাল লাগল ।
০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০১
স্বপ্নীল ফিরোজ বলেছেন: অনেক ধন্যবাদ। আমরা যেন আরো বেশী মানবিক হতে পারি।
৭| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: বর্তমান সময়ের সাথে সম্পর্কিত ঘটনা। আগে মানুষের সাহায্য সহজেই পাওয়া যেত। কিন্তু হয়তো মানুষ অনেক বেশি সেটার অপব্যবহার করতো। তার থেকেই হয়তো বাঘ আর রাখাল ছেলে গল্পটির উৎপত্তি। কিন্তু এখন সময়টাই ভিন্ন। মাঝে মাঝে দেখা যায় ভীষণ প্রয়োজন হলেও কেউ কেউ সাহায্য পায় না।
ভালো লাগলো পোস্টটি।
০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০১
স্বপ্নীল ফিরোজ বলেছেন: অসাধারণ মন্তব্য। আমি বিমোহিত। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভেবে দেখার মতো একটি ব্যাপার।