![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অরণ্যঘেরা গহীন বনে বৃষ্টি পড়ে রুমঝুম।
ঠান্ডা শরীর খুঁজে তোমার বুকের ওম।
তুমুল ধারায় ভিজছে এ মন পেতে তোমার অপার রূপ। বজ্রপাতে অন্ধ আমি এখন যদি পথ হারাই।
শব্দ করো প্রিয়তমা তোমার কাছেই আসতে চাই।
হঠাৎ আলোর ঝলকানিতে অন্ধরাও বধির হয়। জটাধারী ঋষি যত ধ্যানমগ্ন বন্ধ চোখ,
তারাই শুধু দেখবে আমায়, তোমার আমার মিলন সুখ।
তুমি আজ চোখ খোল বন্ধু আমি নেশায় অন্ধ।
গোলাপ নিয়ে এসেছি প্রিয়, দুয়ার করো না বন্ধ।
পাপড়িতে লেখা তোমার নাম আমি উড়িয়ে দিলাম আকাশে।
দেখ চেয়ে, কেমন ঝরছে সব, পাতা হয়ে বাতাসে।
তোমার রক্তজবা চোখ আজ ভাসিয়ে দেব
মায়ের পূজোর ঘটে।
হাত বাড়ালাম প্রিয়তমা কবিতা আমার,
প্রসাদ যদিগো কিছু জোটে ?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনাকেও শুভ কামনা জানাই। ভালো থাকুন।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৭
মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব রোমান্টিক ব্যাপার। শুভ কামনা রইল।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা। মন্তব্য পেয়ে খুশী হলাম। ভালো থাকুন।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
রোমান্টিক পরিবেশের বিশাল অনুভুতি
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনি বিরাট মাপের রাজনৈতিক বিশ্লেষক। আপনি আমার পোস্ট পড়েছেন দেখে আমি খুবই খুশী। আমি কৃতজ্ঞ। শুভ কামনা আপনার জন্য।
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
বাকপ্রবাস বলেছেন: কবিতার প্রতি ভালবাসা। ভাল লাগল
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৭
স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা। মন্তব্য পেয়ে খুশী হলাম। ভালো থাকুন।
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
টুটুল বলেছেন: ঠাণ্ডা শরীর খোঁজে তোমার বুকের ওম অসাধারণ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩
স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা। মন্তব্য পেয়ে খুশী হলাম। ভালো থাকুন।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ কবিতা। বিমোহিত হলাম।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪
স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা। মন্তব্য পেয়ে খুশী হলাম। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮
লাবণ্য ২ বলেছেন: কবিতা ভালোই লিখেছেন।শুভকামনা আপনার জন্য।