নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।সকালের সূর্যের বুকে আমি দেখেছি অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।

স্বপ্নীল ফিরোজ

স্বপ্নীল ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

ঢেউয়ে ভাসা চাঁদ

০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮



ঢেউয়ে ভাসা চাঁদ বসতি করে নতুন চরে রে,দয়াল
করে নতুন চরে। বালির ডিবিতে সবুজ ফসল ফলে না কোনকালে। ঘোলা জলের পলি সদাই ফিটকিরি খোঁজ করে রে, দয়াল তোমার খেলা কে বুঝিতে পারে।

যখন তুই পাবি মাটির স্বাদ বাড়বি তরতরিয়ে রে।
বাড়িবি দ্রুত লয়ে। যত্ন ছাড়া সবুজ ফসল ফলে না কোন কালে। যেখানে যেমন যত্ন,তেমন রত্ন পাবি রে,
দয়াল তোমার খেলা কে বুঝিতে পারে।

অন্ধকারে বন্ধ ঘরে যে বসতি করে রে, দয়াল
যে বসতি করে। তাহার কি আর সাধ্য আছে তোমার চরণ বিনে রে, তোমার চরণ বিনে। একটি নদীর তিনটি ধারা লাল সাদা আর কালা রে, দয়াল লাল সাদা আর কালা।

স্বপ্নীল ফিরোজ ভেবে পায় না,
দয়াল, অধম তোমার বুঝ পাইলো না-
কোন ধারাতে ভাসাইলা আমায়, কোন ধারাতে ডুবাইলা।
কোনবা চরে জীবনের গাছ পাতায় পাতায় ভরাইলা,
রে দয়াল পাতায় পাতায় ভরাইলা। আবার কোনবা পথে তোমায় পাব দয়াল কোনবা ঢেউয়ের ঘাইয়ে রে,দয়াল কোনবা ঢেউয়ের ঘাইয়ে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: বা অপূর্ব ! ব্লগে তাহলে আমরা একজন হাসান রেজা বা একজন লালন ফকিরের সন্ধান পেলাম ইনি স্বপ্নীল ফিরোজ । অত্যন্ত সুন্দর গানটি মনে ধরে গেছে।

শুভকামনা প্রিয় ফিরোজ ভাইকে ।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৭

নজসু বলেছেন:


সত্যি অপূর্ব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.