নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।সকালের সূর্যের বুকে আমি দেখেছি অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।

স্বপ্নীল ফিরোজ

স্বপ্নীল ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

আয়ু রেখা

০৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪৯

মূলত সব মানুষের হাতে থাকে না।
যখন কেউ খুব জোর দিয়ে আমাকে বলে মৃত্যু অবধারিত তখনই
আমার তর্জনীতে একটি পিন গঁজিয়ে উঠে। ফাঁপা এক বেলুন মনে হয় তাকে।
সন্দেহের গুরে দানা পড়তে থাকে। অতীতে যারা
এইসব দানা
খেয়েছিল তারা অনেকেই অমর হয়ে আছে। পিতার তর্জনীতে এমন
একটি পিন সেদিন প্রকাশ্যে দেখা গিয়েছিল। অজস্র বুলেটে তাঁর
বুক ঝাঝরা হয়ে গেলেও মৃত্যু হলো না। মূলত সব মানুষের হাতে আয়ু রেখা থাকে না।

ক্রুশবিদ্ধ জিসারের আজ পর্যন্ত মৃত্যু হলো না। তারপরেও তুমি আমাকে সন্দেহবাদী বলবে ?

অবশ্য স্বর্গচিন্তায় মগ্ন মানুষের মৃত্যুর চেয়ে মহিয়ান
আর কিছু নেই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৯

ওমেরা বলেছেন: যারা পুণ্যবান তারা মৃত্যুকে ভয় পায় না ।

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আর কেউ নেই যে পড়তে চান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.