![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধূসর পাখি তুমি পাতার আড়ালে নীরবে ডাক।
কে না জানে হলদে পাখি মাতিয়ে রাখে বন।
বেধেরা বনে এলে কোথায় লুকায় তারা?
স্তন প্রদর্শন করা নারীর মতো
শুধু দৃষ্টি কাড়ে, মন হরে না।
রাধিকা চিন্তায় অন্ধ না হলে হয়তো আমার হাড়িতেও
রান্না হতো পাখির মাংস। উজবুকেরা খেয়ে বলতো
আহা বেশ বেশ বেশ !
দেখ, মশাল নিয়ে যারা আগে আগে যায়
তারাও কেউ কেউ অন্ধ।
কিন্তু কথা হলো- বেড়ালের গলায় ঘন্টা বাধঁবে কে ?
ধূসর পাখি তুমি পাতার আড়ালে নীরবে ডাক।
আমি রাধিকা চিন্তায় অন্ধ
ধূসর পাখি তুমি পাতার আড়ালে নীরবে ডাক ।
১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৯
স্বপ্নীল ফিরোজ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২১
স্বপ্নীল ফিরোজ বলেছেন: পড়তে হবে। আরো বেশী।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫১
ল বলেছেন: দারুন ভাবের প্রকাশ।
মুগ্ধতা