নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।সকালের সূর্যের বুকে আমি দেখেছি অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।

স্বপ্নীল ফিরোজ

স্বপ্নীল ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

শুধু ঘুম দরকার

১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩২




স্বপ্নবীজ আমি কোথায় যাব রেখে?
আমি নির্বিঘ্নে ঘুমাতে পারবো না।
মন্ত্রমুগ্ধ গান করে যে পাখি তার
ডানার ছায়ায় হতে পারে আমার
নিরবিচ্ছিন্ন ঘুম।

মেঘকন্যা আমার মরুমনে বৃষ্টি দিও
আমি সবুজ ঘুম ঘুমাতে চাই।
মেঘের দিনে তাসের আড্ডা ভেঙে গেলে
কী থাকে আর - ঘুম নয়?

দূ'টি পাতা একটি কুঁড়ি, সবুজ ছেয়ে
যাবে পৃথিবীতে। সুরের পাখি, তুমিতো জান
লবণ সাগর পারি দিয়ে আমি জীবন
পেয়েছিলাম। লেজ হারানোর দুঃখতো আমি
ভুলে থেকেছি জীবনভর। পিপাসার জীবন!

আমি সব ভুলেছি। তোমাকে ভুলবো এবার।
শুধু ঘুম দরকার। গানের পাখি খোল
তোমার গানের খাতা। আমি জীবন ভুলে
যেতে চাই তোমার গানে।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪২

রাকু হাসান বলেছেন:


বাহ ভালো লিখেছেন । আপনি মনে হয় সেফ হননি ।
http://www.somewhereinblog.net/blog/mozaddid/30214515
এখানে বলে রাখতে পারেন । অামার মনে হয় সেফ হয়ে যাবেন । শুভকামনা আপনা্র জন্য ।

১৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০১

স্বপ্নীল ফিরোজ বলেছেন: উনারা আমাকে নিরাপদ মনে করেন না। তাই আমি সেইফ হতে পারিনি। তবে কোন এক দিন হতেও তো পারি। আপনাকে ধন্যবাদ।

২| ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সুন্দর! :) শুভ কামনা রইলো।

১৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০১

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা সব সময়।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে। আরো সুন্দর কবিতার অপেক্ষায় রইলাম।

১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

স্বপ্নীল ফিরোজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। সব সময় শুভ কামনা।

৪| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৩

গেছো দাদা বলেছেন: সুন্দর ।আরো সুন্দর কবিতার অপেক্ষায় রইলাম।

২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৫

স্বপ্নীল ফিরোজ বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন। প্রত্যাশা নতুন সকালের।

৫| ২০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার ক‌বিতা মানু‌ষের কথা বলুক। আপনার ক‌বিতা মানবতার কথা‌ বলুক। শুভ কামনা।

২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৬

স্বপ্নীল ফিরোজ বলেছেন: ধন্যবাদ।

৬| ২৬ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

জাতির বোঝা বলেছেন: ঘুম খুব ভালো জিনিস।

২৯ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৪৭

স্বপ্নীল ফিরোজ বলেছেন: অবশ্যই । শুভ কামনা।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লেগেছে কবিতা।

শুভকামনা প্রিয় ফিরোজ ভাইকে ।

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৩

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনার মন্তব্য পড়ে উৎসাহিত হলাম। আপনার জন্য শুভ কামনা। ভালো থাকুন। আপনার জীবন হোক সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.