![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের ওপার থেকে ছিপ ফেলেছি পৃথিবীতে।
ধীবর রাজ,
বল কোথায় তোমার মৎস্যগন্ধ্যা, কোন যমুনার
জলে? শূন্যতায়
ফাঁপা নলের ছিপে আজ ভর করেছে পূর্ণিমা।
অসংখ্য পদ্মগন্ধে
আজ ভরে যাবে জগৎ, রক্তজবার পাপড়ি মেল
প্রিয়। অন্ধের
ষষ্ঠ ইন্দ্রিয়ের আঁড় পেতে রেখেছি তোমার পায়ে
পায়ে। তবুও
সাড়া পড়ে না কোন স্নায়ুর তারে। তবে কি পরম নিস্তব্ধতার এক
নিরাক হিমযুগ চেপে আছে পৃথিবীতে? মহাবিশ্বের সমস্ত অন্ধকার
বুকে নিয়ে ছিপ ফেলে বসে আছি একা! টোপ তার যোজনগন্ধ্যা!
ঘুমন্ত মাছের চোখও থাকে পলকহীন হতে পারে এমনও। বর্ণে-গন্ধে
আকৃষ্ট করে না এমন ঘুমযুগ কি তবে আজ পৃথিবীতে?
অথবা হতে
পারে আমার সমুদ্রচোখে নুনের আধিক্যের বৃষ্টিতে
ভেসে গেছে
সব মাছ আকাশ গঙ্গায়। সেখানে কি গহীন মিঠা
জল হে প্রিয়?
সাঁতার কাটো, রূপালী আঁশে নুনের রেখা মুছে যেতে
যেতে আমিও গুছিয়ে নেব সূর্যের ধারাপাত।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি পড়েছেন এটা আমার জন্য সুভাগ্য।
২| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই সুন্দর কবিতা।
পড়ে বিমোহিত হলাম।
আরো কলম চলুক।
নাজিল হোক আরো অহি।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি পড়েছেন এটা আমার জন্য সুভাগ্য।
৩| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! অপূর্ব । মুগ্ধ হলাম কবিতাটি পাঠ করে ।
"............. মহাবিশ্বের সমস্ত অন্ধকার
বুকে নিয়ে ছিপ ফেলে বসে আছি একা ! টোপ তার যোজনগন্ধা ! "
++ কবিতায় মুগ্ধতা রেখে গেলাম।
শুভকামনা প্রিয় ফিরোজ ভাইকে।
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনার মন্তব্য সব সময়ই উৎসাহ দেয়। ভালো থাকুন এমন উদার মন নিয়ে। জীবন হোক শ্বাশত সুন্দর।
৪| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ফিরোজ ভাই ,
একটি প্রশ্ন ছিল ,
' তবে কি পরম নিস্তব্ধতায় এক
নিরাক হিমযুগ চেপে আছে পৃথিবীতে ? ' নিরাক হিমযুগ ' মানেটি ঠিক পরিস্কার হলো না ।
শুভেচ্ছা নিয়েন।
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৭
স্বপ্নীল ফিরোজ বলেছেন: ধন্যবাদ। দাদা, বিষয়টি ভেবে দেখবো। শুভ কামনা।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪২
নজসু বলেছেন:
আপনার কবিতা উপযুক্ত উপমায় ভরপুর।
ভাবনার বিষয় থাকে।
ভালো লাগে।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনি পড়েছেন। আপনার মন্তব্য আমাকে দারুণভাবে উৎসাহিত করছে। আমি আবেগ তাড়িত হলাম।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
ওমেরা বলেছেন: আপনার কবিতা খুব ভাল লেগেছে ।