![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নড়বড়ে কাঠের সাঁকোতে দাঁড়িয়ে দেখেছি কিভাবে স্রোতে ভাসে কচুরিপানা।
বেদেনীর মতো খোঁপায় ফুল গুঁজে কলকল করে হাসে। শিকড়ে কৈ-মাছের বাসা।
আমার পায়ের তলায় ছিল নড়বড়ে সাঁকো। সাঁতার শিখিনি, ছিল জলে ডুবার ভয়।
খুব কাছেই নদীর বাঁকে সে থেমে ছিল। থকথকে জল-কাদায় উরুর মতো
টোপলা টোপলা কান্ডে ঘন সবুজ পাতার উপরে ফুটেছিল ভূবন ভুলানো ফুল।
আমার মাথার উপরে আলম্ব সূর্য। আহা কৈ-মাছ আমার স্বপ্নের হেঁসেলে
পাত পেতে থাকা দুঃখ। আজ মেঘের ডাকে কৈ-মাছ উঠে তালগাছে।
কিন্তু সেই পার্পল রঙের ফুল পদ্মগোখরা হয়ে যে দংশন করেছে আমায় সেই বেদনা
জানে শুধু লখাই। তুমি কি আমার বেহুলা হবে? আমার
বেদনার নীল হাড় আজ কবিতা লেখার কলম।
১৩ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা প্রতি দিন। ভালো থাকুন সব সময়।
২| ১৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫৮
জাতির বোঝা বলেছেন:
সুপ্রভাত!
আপনি কেমন আছেন, মহাশয়?
আপনার গেজেট পাঠ করিয়া আমি খুবই আমোদিত হই।
আপনি একজন উত্তম লেখক।
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা প্রতি দিন। ভালো থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর কবিতা।