নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।সকালের সূর্যের বুকে আমি দেখেছি অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।

স্বপ্নীল ফিরোজ

স্বপ্নীল ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

দৈনিক যায় যায় দিনে প্রকাশিত হলো আমার একটি কবিতা।

১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০২

১৬ নভেম্বর ২০১৮ শুক্র বার। দৈনিক যায়যায়দিনে প্রকাশিত হলো আমার একটি কবিতা।

প্রবাসে বসে লেখা কবিতা দেশের পত্রিকায় ছাপার অক্ষরে দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ সম্পাদক মহোদয়কে।

আমার কবিতা ফাঁপা নলের ছিপ।



আকাশের ওপার থেকে ছিপ ফেলেছি পৃথিবীতে,

ধীবর রাজ, বলো, কোথায় তোমার মৎস্যগন্ধা?

কোন যমুনার জলে? শূন্যতায়, ফঁাপা নলের ছিপে

আজ ভর করেছে পূণির্মা। অসংখ্য পদ্মগন্ধে আজ

ভরে যাবে জগৎ, রক্তজবার পাপড়ি মেলো প্রিয়তমা।

অন্ধের ষষ্ঠ ইন্দ্রিয়ের অঁাড় পেতে রেখেছি তোমার

পায়ে পায়ে। তবু পাও না সাড়া ¯œায়ুর তারে?

তবে কি পরম নিস্তব্ধতার নিরাক এক হিমযুগ এখন

পৃথিবীতে? মহাবিশ্বের সব অন্ধকার বুকে নিয়ে ছিপ

ফেলে বসে আছি একা। টোপ তার যোজনগন্ধা। ঘুমন্ত

মাছের চোখও থাকে পলকহীন। বণের্-গন্ধে আকৃষ্ট করে না

এমন ঘুমযুগ কি তবে আজ পৃথিবীতে? নাকি আমার সমুদ্রচোখে

নুনের আধিক্যের বৃষ্টিতে ভেসে গেছে সব মাছ আকাশগঙ্গায়?

সেখানে কি গহীন মিঠা জল? সঁাতার কাটো প্রিয়তমা, রূপালী

আঁশে নুনের রেখা মুছে যেতে যেতে আমি গুছিয়ে নেবো

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে। আপনি কি নিয়মিত লিখছেন?

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

স্বপ্নীল ফিরোজ বলেছেন: হ্যাঁ, ভাইয়া। চেষ্টা করছি। ঢাকার কোন কোন পত্রিকা আমার কবিতা ছাপা শুরু করেছে। এছাড়া কিছু লিটল ম্যাগ ছাপবে।

২| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৩

নজসু বলেছেন:


অভিনন্দন ।
শুভেচ্ছা রইল কবি।

১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১

স্বপ্নীল ফিরোজ বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনার উৎসাহ আমাকে প্রেরণা দিবে।
ভালো থাকুন সব সময়।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: লিখতে থাকুন। ব্লগেও মাঝে মধ্যে পোস্ট কইরেন।

(মনে হচ্ছে এখন সেফ হননি। নিয়মিত লিখতে থাকুন, মডু'র দৃষ্টি পড়বে।)

৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
আপনা‌কে ধন্যবাদ। সেফ হ‌তে পা‌রি‌নি। শুভ কামনা।


হি‌রো এম‌পি র বা‌ড়ি আপনা‌দের বা‌ড়ি থে‌কে কত দূর?

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

স্বপ্নীল ফিরোজ বলেছেন: ভা‌লো থাকুন সব সময়। কপাল কুন্ডলার নবকুমার কি ব‌লে‌ছি‌লেন? তু‌মি অধম তাই‌ ব‌লিয়া আ‌মি উত্তম না হই‌বো কেন? উত্তম সব সময়ই উত্তম। উপকারী ব্য‌ক্তি উপকার কর‌বেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.