![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃক্ষছায়ায় খেলামগ্ন শিশু জানে না অগ্নিগোলকের ধাওয়ায়
ধীরে সরে যায় ছায়া। কোথায় থাকে এমন নিরাপদ মায়ের
কোল যেখানে তারা ঘুমায় নির্বিকার? পাখিরা উড়ে গেছে
দূরের চিরহরিৎ বনে। গান থেমে গেছে, মগ্নতা কেটে গেছে
পরে আছে ঘামের নদী। তবে কি সাঁতরানোর প্রয়োজনে বড়
হয় শিশু? তুমি কী এমন, আমি জনমভর তটস্থ তোমার আলিঙ্গনের।
অথচ তুমিই আমার ক্যাঙ্গারুবক্ষ যেখানে তুমি বিছিয়ে রেখেছ
মায়ের আঁচল। খেলামগ্ন জীবন এক শিশু অথবা আলো।
আর বাকীটা নির্বিকার আলিঙ্গনাবদ্ধ ঘুম।
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩২
স্বপ্নীল ফিরোজ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। সেফ হইনি। কোন এক দিন হবো হয়তোবা।
২| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪২
নজসু বলেছেন:
কেন যেন আপনার লেখায় আমি ডুবে যাই।
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়। সুন্দরের প্রত্যাশায়।
৩| ২১ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দরের প্রত্যাশায়।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো।।। সুন্দর অনুভূতি।। সেফ হয়েছেন?৷
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬
স্বপ্নীল ফিরোজ বলেছেন: না। আমি নিরাপদ হতে পারিনি। তবে কোন এক দিন হয়তো বা নিরাপদ হতে পারব। এখানে আমার মনে হয় খুব বেশী কিছু করার নেই। অপেক্ষায় আছি।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫৯
চাঁদগাজী বলেছেন:
জীবনের বড় অংশই স্বপ্ন, ভাবনা
২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনি এক জন গুণী মানুষ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়। সুন্দরের প্রত্যাশায়।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৩
হাবিব বলেছেন: আপনি কি সেফ হয়েছেন? আপনি সুন্দর লেখেন।