নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।সকালের সূর্যের বুকে আমি দেখেছি অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।

স্বপ্নীল ফিরোজ

স্বপ্নীল ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

শিমুল কাঁটা

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮




চৈত্রের সকালে শিমুল বনে
ফাগুনের আগুনে পুড়ে যাচ্ছিল বাতাস।
কুয়াশার জল জমে থাকা ফুলের বৃত্তে পাখিদের আনাগোনা।
পোড়া বাতাসে জলের ঘ্রাণে তৃষ্ণায় ফাঁটে ছাতি।
হায়! আফ্রিদিতি!!
কুমারী গর্ভে জিসাসের জন্মসুখের মতো তোমার কুহকী মায়া।
ভুলে গিয়ে শিমুল কাঁটা বুকে ঝরিয়েছি রক্তধারা।
জানে যে নীল আকাশ সেতো মেঘ নিয়ে খেলে সূর্য।
আর জানে শিমুল শাখায়
কাঁটায় কাঁটায় চুনের মতো সাদা সাদা ব্যাথার প্রলেপ মিহিমিহি ছত্রাক।
চিমটি কেটে দেখ তার নিচে বুকের চর্বি মেশানো রক্ত।
বেলা পড়ে যায় আর গায়ের সবুজ রেখায়
মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তালগাছ।
দূরে পলাশ আর কৃষ্ণচূড়া ডাকে আয়।
দেখা হবে না কিছুই আর চোখ সেঁধিয়ে গেঁথে আছে
শিমুল কাঁটা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

স্বপ্নীল ফিরোজ বলেছেন: ঠিক আছে। তাহলে ..

২| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

নজসু বলেছেন:




চিমটি কেটে দেখ তার নিচে বুকের চর্বি মেশানো রক্ত

এই রক্তই গেঁথে আছে শিমুল কাঁটায়।

২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা। ভালো থাকুন সব সময়।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

নজসু বলেছেন:



নতুন কবিতা কবে আসবে?

২৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৪

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আসবে। খুবই তাড়াতাড়ি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.