![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে দেখলেই বিহবলতা আর জড়তার এক অক্টোপাস আষ্টেপৃষ্ঠে সজাগ হয়ে উঠে।
সবার অলক্ষ্যে আমাকে টেনে নেয়
জলের গভীরে। আমার মৃত্যু না হলে
দেহ ভাসবে না আর নুনের জলে।
সার্বজনীন এ কথা- ভালবাসি,ভালবাসি,
শুধু তোমাকে বলতে গেলেই গভীর জলে
আমি একা।
অক্টোপাস তোমার বাহুর আটটি সংখ্যা,
ইংরেজি বর্ণমালার এক শৈল্পিক বিন্যাস,
I love you.
আমার মৃত্যুর কারণ।
আজ অক্টোপাস আর সিদ্ধ আলুর সহজ রেসিপির সালাদ খেতে খেতে ভাবছি
হায়! যদি মৃত্যুর আগে আমি জানতে পারতাম অক্টোপাসেরও হয় এমন সুস্বাদু সালাদ
তবে বিহবলতা আর জড়তা কখনো হতে পারতো না ঘাতক অক্টোপাস।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৬
স্বপ্নীল ফিরোজ বলেছেন: ঠিক আছে। হবে।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৫৭
স্বপ্নীল ফিরোজ বলেছেন: না । কেউ না।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৬
স্বপ্নীল ফিরোজ বলেছেন: প্রতিটি মানুষই তো কেউ না।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১১
নজসু বলেছেন:
আমি পড়েছি প্রিয় কবি।
I love you
এর আট বর্ণের সাথে অক্টোপাস আট বাহুর উপমা আমার কাছে দারুণ লেগেছে।
আমি নিয়ম করে আপনার ব্লগে আসি নতুন কবিতার খোঁজে।
ভালো থাকবেন।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৬
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আবেগ তাড়ি হলাম। ভালো থাবুন সব সময়।
৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩
জাতির বোঝা বলেছেন:
নিরাপদ হওয়া দরকার।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৭
স্বপ্নীল ফিরোজ বলেছেন: বাংলাদেশে কেই বা নিরাপদ?
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১০
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম।
কেমন আছেন প্রিয় ভাই?
কমেন্টের জবাব পেলাম না তো।
১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৭
স্বপ্নীল ফিরোজ বলেছেন: সময় সংকটে থাকি। তারপরও আসার চেষ্টা করি। ভালো থাকুন।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২৫
ল বলেছেন: সুন্দর কথামালা কবি
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫০
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:২৭
স্বপ্নীল ফিরোজ বলেছেন: কেউ পড়েনি।
কেউ দেখেনি।
কেউ জানেও না।