![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোতে ভাসো কিংবা ডুবো নক্ষত্রপানে চেয়ো না। নক্ষত্রের গ্রহণ তুমি সইতে পারবে না।
কোন সতর্কসংকেত নেই তবুও কানে বাঁজতে থাকবে সাইরেন।
বিষাদ বিরহ পুকুরে আগুনের ঢেউ সাঁতরে আমি জেনেছি নক্ষত্রপ্রেমী হতে নেই।
কিছু নেই সাত-সমুদ্র, তের-নদী 'পারে।
কুহকী প্রেম তবুও ডাকবে আয়-
তুমি যাবে, নক্ষত্র নিয়ন্ত্রিত বৃক্ষছায়া সরে যাবে অবিরাম।
তবুও তুমি যাবে।
অতঃপর কৃষ্ণভক্ত বৈষ্ণবের মতো
জয় রাধে, জয় রাধে বোলে যমুনা যোগ হবে অশ্রুজলে।
আকূল পাথারে জোয়ার-ভাটায় ভাসে-ডুবে
বালিয়াড়ি দ্বীপ,
কখনো কূল পাবে না।
আমি বিষম সংকটে জোয়ারে ভেসে ভেসে
তীর খুঁজেছি
আবার ভাটার টানে আটকে গেছি কাদায়।
এভাবে অজস্র ব্যাথার পুঞ্জীভূত মেঘ নিয়ে চোখে দেখেছিলাম তাকে।
তবুও অন্ধ হলাম বন্ধু তাঁর মুখপানে চেয়ে।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫০
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।
০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৯
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৯
নজসু বলেছেন:
কবিতার লাইনগুলো কোথায় যেন নিয়ে গেলো আমাকে।
বিষাদের মর্মবেদনা কাটিয়ে আলোর মুখ যে আমিও দেখতে চাই।
০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৯
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনি অনেক সুন্দর বলতে পারেন।
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:১১
ল বলেছেন: শেষ লাইনটুকু দাগ কাটলো মনে।
ভালো লাগা ++
০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
স্বপ্নীল ফিরোজ বলেছেন: Thank you very much. ভালো থাকুন সব সময়।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮
স্বপ্নীল ফিরোজ বলেছেন: ২০০৮ সালের নির্বাচনে না ভোটের সুযোগ ছিল। অনলাইনে ভোট দেবার সিস্টেম আসলে আমি ভোট দিতে পারবো। আজ সারা দিন ঘুরে ঘুরে ভোটের পোস্ট দিতে থাকুন।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪০
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! কৃষ্ণ ভক্ত রাধা! এমনও ভক্ত জেনে মুগ্ধ।
তবে শ্রীরাধার বুকে অজস্র ব্যথায় পুঞ্জীভূত হলেও সে তো বড় আনন্দের । বিশ্বাস যদি অটল থাকে তাহলে চলুক না বন্ধুর পানে এমন চাহুনি.....
পোস্টে প্লাস++
শুভকামনা ভালোবাসা প্রিয় ফিরোজ ভাইকে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২২
স্বপ্নীল ফিরোজ বলেছেন: ধন্যবাদ দাদা। সুন্দর মন্তব্যের জন্য। আপনি পড়েছেন জেনে খুবই ভালো লাগলো। ভালো থাকুন সব সময়।
৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৪
নজসু বলেছেন:
০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন: ভালো থাকুন সব সময়।
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৭
মাহের ইসলাম বলেছেন: যমুনার অশ্রুজলে কখনো গ্রীষ্মকাল আসবে না?
অন্তত, তখন চোখের জল কমে যেত।
শুভ কামনা রইল, ভালো থাকবেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩
স্বপ্নীল ফিরোজ বলেছেন: অশেষ শুভ কামনা। ভালো থাকুন সব সময়। জীবন হোক সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সু ন্দ র তো ।