নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।সকালের সূর্যের বুকে আমি দেখেছি অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।

স্বপ্নীল ফিরোজ

স্বপ্নীল ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

কল্পনার পাখা

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৫


আমি নিজের জন্যে একটি ভিত তৈরী করতে ঘড়ির কাঁটার সাথে
পাল্লা দিয়ে যাচ্ছিলাম। সামনে নদী,পাহাড়, সমুদ্রসম বাঁধা আমি
পিছিয়ে পড়েছিলাম। সেই থেকে সময় আমার অনেক আগে আর আমি
অনেক পিছনে। আমি সামনে তাকিয়ে থাকি তার চলে যাওয়া দেখি।

সে সবকিছু নিয়ে চলে যাচ্ছে এবং ধীরে ধীরে যৌবন প্রাপ্ত হচ্ছে।
ঘোড়াগুলি গাড়িতে, গাড়িগুলি রকেটে রূপান্তরিত হচ্ছে। দৃষ্টি সীমার
বাহিরে চলে গেলে কি আমি মেনে নেব পরাজয়? অতপর করোটির গভীরে দেখি

নরম মাটি।সেখানে মননের বীজ বুনে কল্পনার ফসলে গোলা ভরে
আজ আমি দাপিয়ে বেড়াই মহাবিশ্ব। এখন আমি সময়ের অনেক
আগে আর তার জন্যে তৈরী করি পথ। মহাবিশ্বের
সমস্ত অন্ধকারে
আজ আমার কল্পনার পাখার দাপট, তৈরী করি সময় চলার পথ।

...............................................................................................................................
টেক্সাস, যুক্তরাষ্ট্র,
হাত ফোন +18179661504

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

স্বপ্নীল ফিরোজ বলেছেন: ধন্যবাদ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৮

ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর।আমার ব্লগ দেখুন ।শুভকামনা রইলো।ধন্যবাদ

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

স্বপ্নীল ফিরোজ বলেছেন: ধন্যবাদ। আপনার ব্লগে এখনই যাবো।

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৫

কাওসার চৌধুরী বলেছেন:



সুন্দর কবিতা। ভাল লাগলো ফিরোজ ভাই। ++++

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনি অনেক বেশী ভালো মন্তব্য করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনি তো অনেক অনেক ভালো লিখেন।

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

বলেছেন: আগে আর তার জন্যে তৈরী করি পথ।
মহাবিশ্বের সমস্ত অন্ধকারে ---
আজ আমার কল্পনার পাখার দাপট, ------
তৈরী করি সময় চলার পথ।[/sb


দারুণ উপমায় ভারা কল্প কথা!!!

০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

স্বপ্নীল ফিরোজ বলেছেন: অনেক অনেক ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.