নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।সকালের সূর্যের বুকে আমি দেখেছি অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।

স্বপ্নীল ফিরোজ

স্বপ্নীল ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

সৈয়দ আশরাফের প্রতি

০৯ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৩৩

সূর্য ডুবে গেলে সব তিথিতে উঠে
না চাঁদ। আবার ভরা পূর্ণিমা তিথি
হয় গ্রহণকাল। এমনসব দিনে
পৃথিবী জুড়ে ভারী বাতাস
বয়। ব্যথায় ঘন রক্ত পৌঁছে না মস্তিষ্কের
নিউরোন কোষে। কেউ প্রলাপ বকে আর
ঝাঁকের মাছেরা ঝাঁক খুঁজে নেয়। ঘোলা
জলে মাছ শিকারের হিরিক পড়ে। কিন্তু
কোন কোন শতাব্দীতে এমনতর দিনে
অরোরা বিস্ময়কর দ্যুতি খেলে। তখন
আমরা ভুলে থাকি রাতের দৈর্ঘ্য -প্রস্থ
আর ঘনত্ব।দিক-নির্দেশনা পায়
পক্ষীকুল নতুন ভোরে আমরা শপথ
পাঠ নিতে নিতে দেখি দিগন্তে
মিলিয়ে যাচ্ছে মেরুপ্রভা। আহা! আমি
শুধু নিঃশব্দ বৃক্ষের মতো পাতায়
পাতায় লিখে রাখি তাঁর নাম।
যা কিছু মিলিয়ে যায় দিগন্তে সব কি
হারায়?সময়ের বৃষ্টিতে ভিজে তার
কিছু ফুল হয়ে ফোটে। ধূলিকণার
মতো সময় উড়ে উড়ে মাটির
গভীরে লুকিয়েছে কত সভ্যতা!
তবুও কাল উত্তীর্ণ থেকে যায় কিছু
মুখ।কিছু ঘটনা-প্রবাহ আবহমান
রক্তে আগুন জ্বালে। সূর্য অন্তরীণ হলে
যে ছায়া আগলে রাখে দিকভ্রান্ত
পথিক, এমন নেতৃত্ব শুধু তুমি।

...............................................................................................................................
টেক্সাস, যুক্তরাষ্ট্র,
হাত ফোন +18179661504

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা । আপনাকেও সালাম।

২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৯

নজসু বলেছেন:



রূহের মাগফেরাত কামনা করছি।

শুভ সকাল প্রিয়।
আশা করি ভালো আছেন।

আপনার কবিতার মাধ্যমে সৈয়দ আশরাফকে শ্রদ্ধা জানাই।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১১

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: মরহুমের রূহের মাগফেরাত কামনা করছি।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৫

রাজীব নুর বলেছেন: সুন্দর ভাবে আপনার ভালোবাসা প্রকাশ করেছেন।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩০

ইসিয়াক বলেছেন: রূহের মাগফেরাত কামনা করছি।
শুভকামনা রইলো।আশা করি ভালো আছেন।ধন্যবাদ

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: অশেষ শ্রদ্ধা তার প্রতি।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: শ্রদ্ধা সে নেতৃত্তের প্রতি......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.