নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।সকালের সূর্যের বুকে আমি দেখেছি অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।

স্বপ্নীল ফিরোজ

স্বপ্নীল ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

আবার যদি চাই তোমাকে

১৬ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:১৯



আবার যদি চাই তোমাকে এই অবেলায়,
আকাশের মনে হবে গুঞ্জন।
অথচ বাতাসের বুকে জমে উঠবে
বিন্দু বিন্দু ঘাম।

তুমি জন্ম-জন্মান্তর এক জাতিস্মর মেঘ
আর আমি আসমুদ্রহিমাচল চোখ।
মগজে ঘুন-পোকা নিয়ে অতিক্রম করতে চেয়েছি বিচ্ছেদের নদী।
হায়! আমার নিয়তি,দূরত্ব কখনো ঘুচাতে পারে না সবুজ বনভূমি!

মাছধ্যানে নিমগ্ন বকের মতো
কালের স্রোত গেছে বয়ে।
সন্ধ্যার বিষন্ন বাতাসে পাখা মেলে দেখি
সূর্য ডুবে যাচ্ছে আটলান্টিকের জলে।
পাখার ঝাপটায় ঝরে পড়ে অন্ধ জীবনের স্মৃতি।
মেঘের অধিক বৃষ্টির কথা কে আর জানে!

জাতিস্মর মেঘ তোমার পালকে আমাকে নিও,
জন্মের সাধ তোমার রক্তের স্পন্দনে
ভাসাবো আমার স্বপ্নঘুম!

পৃথিবী জুড়ে এত জল তবুও ঐ একখণ্ড মেঘছায়া বাতাসের ব্যথার আশ্রয়।
শিশুর হাসি-কান্নার মতো এক সহজাত প্রবৃত্তি
তোমার মুখ আমার জন্মান্তরে রয়ে যাবে অমলিন।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ কবিতা। প্রথম ভালো লাগা।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


শব্দমালার অর্থগুলো একটি পরিবেশের সৃষ্টি করেছে, মুল বক্তব্য ঢাকা পড়ে গেছে শব্দগুলোর চাপে; আরেকটু হালকা, আরেকটু সহজ কিছুর দরকার।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৫

হাবিব বলেছেন:



চাইলে কি আর পাবে তারে
যে থাকেনা মনের ঘরে??

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৬

ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২১

নজসু বলেছেন:



সত্যি সুন্দর।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

বলেছেন: দারুণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.