নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।সকালের সূর্যের বুকে আমি দেখেছি অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।

স্বপ্নীল ফিরোজ

স্বপ্নীল ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

মায়াবতী ঘুম

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৫

কত শীত এলো-গেলো
আমার বাড়ির সামনের অ্যাকর্ণ গাছ দু'টির
পাতা আর ঝরলো না। প্রশ্নবোধক রোদ উঠে
পাতারা নির্বিকার তৈরী করে অক্সিজেন।

শীতের দীর্ঘ রাতে তুমি যখন শিথানে-পৈথানে সোনা-রূপার কাঠি রেখে ঘুমাও মায়াবতী ঘুম,
তখন আমার গাছের পাতারা রান্না করে বিশুদ্ধ
চা।

আজ রাতে আর ফায়ার প্লেসের সামনে বসবো
না। শুধুই মায়াকোভস্কির হৃদয় পোড়া গন্ধ।
আর আমার ভেতরের যক্ষ আগুন থেকে বাঁচাতে
তাঁর গুপ্তধন নিয়ে ব্যস্ত। সে জানে না কালের নাগ
কবেই দংশন করে বসে আছে আমায়।

দূরে টেলিফোন বেজে বেজে শান্ত হয়ে
এলে আরাধ্য বিগ্রহের নিস্তব্ধতায় স্তম্ভিত
পাখি ঠোঁটে রাত নিয়ে উড়ে যায়।

------------------------------------------------------------------------------------------------------------------------
টেক্সাস, যুক্তরাষ্ট্র,
হাত ফোনঃ +18179661504
(ইমু ও হোয়াটসঅ্যাপস সুবিধা সহ)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৩

স্বপ্নীল ফিরোজ বলেছেন: ধন্যবাদ, প্রিয় লেখক।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৭

হাবিব বলেছেন: খুব সুন্দর ++

২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৩

স্বপ্নীল ফিরোজ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

সাইন বোর্ড বলেছেন: ভাবনা ও কথা বেশ মনোরম ।

২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৪

স্বপ্নীল ফিরোজ বলেছেন: শুভ কামনা। ভালো থাকুন সব সময়। জীবন হোক সুন্দর।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১১

খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষ চরণটি অতি চমৎকার হয়েছে!
কবিতায় ভাল লাগা + +

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১১

খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষ চরণটি অতি চমৎকার হয়েছে!
কবিতায় ভাল লাগা + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.