![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মানুষই পারে নিখুঁত মুখোশ পড়তে।
গহীন বনে তৃণঘাস হয়ে শুয়ে থাকে শিকারী।
নেহায়েত ঘাস ভেবে হরিণ শাবক শিকার হয়
নির্জনে। সেই থেকে বৃক্ষেরা মাথা নোয়ায়
লজ্জায়।
অবশ্য অনেক পরে আমি জেনেছি কোন
কোন বৃক্ষও হয় মাংসাশী। কিছু কিছু
মানুষ থাকে যারা আজন্ম ক্ষুধার্তই থেকে
যায়।
তবুও আমাদের জননীরা এখনও ভালবাসে
জন্ম দিতে পুত্র সন্তান। মুখোশ খুলে গেলে
স্তম্ভিত মা দেখে তাঁর বকুল গাছ।যার গন্ধে
মাতাল ফুলপরীর নাচের মুদ্রায় জোৎস্না
ঝরতো তাঁর উঠোনে। আজ সমস্ত জোৎস্না
মরে গেছে।
চাঁদের বুকে শুধুই কালো কালো দাগ।
নিশ্চয়ই এ চাঁদ আঙুলের ঈশারায় দুই ভাগে বিভক্ত।
...............................................................................................................................
টেক্সাস, যুক্তরাষ্ট্র,
চলমান ফোন +18179661504 (হোয়াটসঅ্যাপ সহ)
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮
স্বপ্নীল ফিরোজ বলেছেন: ধন্যবাদ। সুন্দর হোক সময়গুলো।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭
নজসু বলেছেন:
অনেকদিন পর আপনার কবিতা পাঠ করলাম।
যথারীতি ভালো লাগা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮
স্বপ্নীল ফিরোজ বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯
চাঁদগাজী বলেছেন:
কি বুঝাতে চেয়েছেন?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭
স্বপ্নীল ফিরোজ বলেছেন: আবার পড়ুন।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রথম পাঠ। প্রথম ভালো লাগা।
প্রথম শুভ কামনা।