নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।সকালের সূর্যের বুকে আমি দেখেছি অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।

স্বপ্নীল ফিরোজ

স্বপ্নীল ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

কোথাও কেউ নেই

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫


সেই ছোট বেলায় মা এবং খালাদের সাথে নাইতে নেমেছিলাম।
মা-খালারা মেতেছিল গল্পে আর আমি ছিলাম জল-লীলামগ্ন।
সাঁতার জানতাম না তখনও। গত শীতে পুকুর যখন শুকনো ছিল
সেখানে একটি কুয়ো খনন করেছিল মামা। আমি সেখানে ডুবে গেলাম।
কুয়োর গভীরে ডুবতে ডুবতে জল খেতে খেতে মায়ের প্রতি প্রচণ্ড
অভিমান নিয়ে মারা যাচ্ছিলাম। আমার কারো প্রতি কোন ক্ষোভ
ছিল না। শুধু মায়ের প্রতি প্রচণ্ড রাগ।মা- 'আমি মারা যাচ্ছি আর-
তুমি মেতে আছো জাগতিক গল্পে! মা- আমার মৃত্যুর পর জানি
তোমার জাগতিক গল্প সাঙ্গ হবে চিরতরে একদিন।'

মা আজ নেই
এখন কেউ আমার হাত ধরবে না। তুমি মেতে আছো সোনার সংসারে
রূপার ফুলদানিতে আর কতটুকু জল দিলে জেগে থাকে গোলাপের ঘুম।
এখন আমি সাঁতার জানি, পারি দিয়েছি আটলান্টিক। মামার মতো
তোমার মনের পুকুরে তুমিও রেখেছিলে কুয়ো কেটে। সেখানে আজ
ডুবতে ডুবতে জল খেতে খেতে হাত বাড়িয়ে রাখি কোথাও কেউ নেই!


...............................................................................................................................
টেক্সাস, যুক্তরাষ্ট্র,
চলমান ফোন +18179661504 (হোয়াটসঅ্যাপ সহ)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪

রাজীব নুর বলেছেন: ফোণ নম্বর দিয়ে কি করবো?
আমিও কি আমার ফোণ নম্বর দিব?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপ‌নি চাই‌লে আমার সা‌থে কথা বল‌তে পা‌রেন। কোন সমস্যা নেই। আমার দোষ ত্রু‌টি নি‌য়ে কথা বল‌তে পার‌বেন। এ কার‌ণেই নম্বর দেয়া। এখন বা‌কিটা আপনার ইচ্ছা।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সাঁতার শিখে রাখা ভালো। কখন কাজে লেগে যায়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯

স্বপ্নীল ফিরোজ বলেছেন: মন্ত‌ব্যের জন্য অসীম কৃতজ্ঞতা। ভা‌লো থাকুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.