নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।সকালের সূর্যের বুকে আমি দেখেছি অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।

স্বপ্নীল ফিরোজ

স্বপ্নীল ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

ঘ্রাণ থেকে খসে পড়ে দীর্ঘশ্বাস

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৪



রহস্যময় কাঁটাতার কুয়াশায় অঞ্জলিদের বিস্কুটের বেকারীর ঘ্রাণ
শূন্য ভিটায় কেমন ঘোর পাকিয়ে থাকে।
তুলসি পাতার ঘন সবুজ পাতার আড়ালে
হয়তো লাল কাপড় উড়াতো কোন দেবদূত।
আমাদের খোদাই ষাঁড়গুলির চোখে তখন জবা ফুল ফুটতো।

আমি এক চিত্রকরকে বললাম আমাকে একটি দীর্ঘশ্বাসের ছবি এঁকে দিতে।
আমার সব কথা শুনে
সে আঁকলো একটি ছবি -

অঞ্জলির মা বেকারীর সদ্য তৈরী একটি বিস্কুট
মায়ের মতো আমার হাতে তুলে দিচ্ছে
আর ওর হাতে কাঁসার ঘটিতে জল।

মনের দেয়ালে টাঙানো এ ছবির দিকে
আমি যখনই তাকাই আমার ঘর ভরে উঠে
বিস্কুটের বেকারীর ঘ্রাণ।
তারপর ঘ্রাণ থেকে খসে পড়ে দীর্ঘশ্বাস!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৩

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাবুন সব সময়।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২০

চাঁদগাজী বলেছেন:


অনেক কষ্টের স্মৃতি, অনেক ইতিহাস

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৪

স্বপ্নীল ফিরোজ বলেছেন: শ্রদ্ধেয়, ভালো থাকুন। আপনি পাঠ করেন বলে আমি অনুপ্রাণিত হই।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৪

নজসু বলেছেন:


কোন কোন কষ্টের মুহুর্ত হৃদয়ে সীলমোহরের মতো আটকে থাকে যেন।

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৫

স্বপ্নীল ফিরোজ বলেছেন: প্রিয় ভ্রাতা, অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাবুন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.