নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।সকালের সূর্যের বুকে আমি দেখেছি অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।

স্বপ্নীল ফিরোজ

স্বপ্নীল ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

যুগল চাঁদ

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪২



ফাগুনের আকাশে যুগল চাঁদ,
পলকা হাওয়ায় মেঘ উড়ে গেলে আমার চোখ
গেঁথে যায় শিমুল কাঁটায়।
নিখুঁত নিটোল শিল্পকর্মের সাথে আমার প্রথম পরিচয়।
ঘুঙুর পড়া জোৎস্নার ফুল ফোটে।
আর আমার ভেতরে একসমুদ্র নোনাজলে আগুন লাগে।

সেই থেকে পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে অ্যালবাট্রস, সমুদ্র হাওয়ায়
কামনার মাছ খুঁজে খুঁজে পাড়ি দিয়ে হাজার মাইল পথ আজও ডেকে ডেকে মরে।
পৃথিবীর তাবৎ মহান শিল্পকর্ম-
এমনকি মোনালিসাকে ম্লান করে ফাগুনের আকাশে জেগে রয় যুগল চাঁদ।

এক অলৌকিক জোৎস্নায় ভরে উঠে পৃথিবী।
আর আমার স্বপ্নবীজ জোৎস্নায় ভিজে ভিজে
অঙ্কুরিত হলে
আমি তাকে বপন করি পাঁজরের নিচে।
তারপর সমস্ত পৃথিবী জুড়ে হিমযুগ।
হিমাঙ্কের নিচে ঘুমঘুম জীবন অথবা স্বপ্ন তবুও বেঁচে রয়।

...............................................................................................................................
টেক্সাস, যুক্তরাষ্ট্র,
চলমান ফোন +18179661504 (হোয়াটসঅ্যাপ সহ)

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৩৭

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনি অনেক সুন্দর লিখেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
ভালো থাকুন সব সময়।

২| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৫

সাত সাগরের মাঝি ২ বলেছেন: এও কি সম্ভব?

০৬ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৫৯

স্বপ্নীল ফিরোজ বলেছেন: কবিতায় কি আর অসম্ভব কিছু আছে? কবি চলেন তারকল্পনার জগৎ নিয়ে ।

৩| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:১৯

ঝিগাতলা বলেছেন: সুন্দর কবিতা

০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৩৭

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
ভালো থাকুন সব সময়।

৪| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:২৮

সোহাগ তানভীর সাকিব বলেছেন:
কবিতার ফাগুন আর বাস্তবের ফাগুন সম্পূর্ণ আদালা। ঢাকা শহরের বর্তমান বৈরী আবহাওয়া তার সবচেয়ে বড় প্রমাণ।
তবে আমরা সব সময় কবিতার মত সুন্দর ফাগুন-ই চাই।

০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৩৭

স্বপ্নীল ফিরোজ বলেছেন: প্রিয় ভাই,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
ভালো থাকুন সব সময়।

৫| ০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৩৮

স্বপ্নীল ফিরোজ বলেছেন: প্রিয় বোন,

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
ভালো থাকুন সব সময়।

৬| ০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.