![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলো আমরা দেখি না,
আলোর উপস্থিতিতে বস্তু দেখি।
আলো মূলত অন্ধ।
সে জানে না তার উপস্থিতিতে জলের কণায় সে ভেঙে পড়ে
কেমন করে তৈরী করে রঙধনু!
বিচ্ছুরিত রঙের বাহার দেখে কেউ কেউ ভাবে কবিতা কিন্তু আমি জানি
কত বেদনার বৃষ্টিতে ভিজে দুঃখগুলো নিজেকে তৈরী করে প্রিজম।
আজ আমার আকাশে রঙধনু দেখে
তুমি শুধু এতটুকু বুঝতে পারো একটু আগে বৃষ্টি হয়েছিল।
বিরহের রঙ পাঁজরের হাঁড়ের মতো বাঁকা আলো তা জানে না!
...............................................................................................................................
টেক্সাস, যুক্তরাষ্ট্র,
চলমান ফোন +18179661504 (হোয়াটসঅ্যাপ সহ)
২| ২৬ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনেক লেখার মধ্য থেকেই একটি মাস্টার পিস বের হয়।
সব লেখায় তো আর মাস্টারপিস হয় না।
আমার মনে হয় এটা একটা অসাধারণ কবিতা হয়েছে।
মাস্টার পিস আসবে সেই প্রতীক্ষায় থাকতেই পারি।
প্রহরগুলো অপেক্ষায় কাটুক। শুভ কামনা সব সময়।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।