নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।সকালের সূর্যের বুকে আমি দেখেছি অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।

স্বপ্নীল ফিরোজ

স্বপ্নীল ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

তাগাদা

৩১ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫২



তোমার কাছে বিক্রি করে দিয়েছিলাম
কি যেন একটা কিছু
আজ আর মনে নাই।
মাঝে মাঝে খুব ঠেকায় পড়ি তখন তারে
আমি খুঁজি।
খুঁজে খুঁজে যখন পাই না
তখন মেলা দেই তার বাড়ির ঠিকানায়।
কড়া নাড়ি রিং বাজাই কোন সাড়া-শব্দ নাই।
এ কেমনতর দরজা তোমার
কান পাতলে শোনা যায়
নিজের বুকের ঢিপঢিপ ঢিপঢিপ।
তারপর মনে পড়ে বিক্রেতো করি নাই কিছু
তবে কিসের তাগাদা দিমু আমি তারে।
যদি জিজ্ঞেস করে- কি চাও তুমি আমার কাছে বারে বারে।
উত্তরতো জানা নাই।
কিছু দেনা যদি তুমি থাকতে আমার কাছে
তবে পাওনাদারদের মতো জোর গলায় বলতেতো পারতাম
কিছু পাই না পাই।
আহারে কেন যে আমি মাঝে মাঝে এমন ঠেকায় পড়ি। আর দরজায় কড়া নাড়ি রিং বাজাই
কোন সাড়া-শব্দ নাই।
এখন আমি কেমনে ফিরে যাই
পেছনেতো কোন পায়ের ছাপও নাই।
হায় ঈশ্বর-এবার আমি উড়াল দিলে আকাশে
একটা পালক যেন খসে পড়ে তার হাতে।
আবার ঠেকায় পড়লে খটাখট খটাখট করে
আঘাত করবো দরজায়
রিং বাজাবো বারবার
প্রচণ্ড প্রতাপে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দ কব্তিায় শুভ কামনা।

২| ০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ৮:০৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.