![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায়,পোড়া মাংসের জল!
তুমি কেন মিশো মেঘে!!
আর্তনাদের বৃষ্টি-জলে ফলস ফলে এ বাংলায়।
আমার থালার প্রতিটি ভাতে পোড়া মাংসের গন্ধ।
নগরপিতা বলে - শোন হে নিরামিষভোজী, মাংসের চেয়ে সু-স্বাদু কিছু নেই।
অতঃপর আমি অনেক সাধনায় রপ্ত করেছি উড়ালবিদ্যা।
আগুনে পুড়ছে শহরের বহুতল ভবন নগর বন্দর আর প্রান্তর।
সমস্ত মানুষের চোখের সামনে বেলকোনি থেকে লাফিয়ে পড়ছি আমি।
আমার প্রসারিত হাতে নিমিষে গজিয়ে উঠে ডানা। বাহুতে জন্মায় আগুনের পালক।
জনতার মোবাইল ফোনে ধারণকৃত
অগণিত ভিডিও ভাইরাল হলে সারা বিশ্বে
আদিম গুহাবাসী মানুষ বিস্ফোরিত চোখে
দেখে প্রয়োজনে মানুষও হতে পারে পাখি।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ১১:০২
ল বলেছেন: কঠিন-------------আপনার সায়েন্টিফিক কবিতা পড়ে তো মাথা এলোমেলো হয়ে গেল।
সমস্ত সত্তায় অস্বস্তি ভরিয়ে অত্যন্ত নির্লজ্জের মতো উড়ালবিদ্যা শিখি ....
৩| ০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:০৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর ও সাবলীল।
শুভ কামনা সব সময়।