নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।সকালের সূর্যের বুকে আমি দেখেছি অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।

স্বপ্নীল ফিরোজ

স্বপ্নীল ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

নুসরাতের প্রতি

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২৮


আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই
-মৃত্যুর পর অন্তত জীবন স্বর্গ কিংবা নরক বাস।
নুসরাত তবে তোমার জন্যে আমার কোন কষ্ট
হতো না।
আমরা সারা জাহানের মানুষ একটিমাত্র বই পড়তাম।
পড়ে পড়ে
মুখস্ত করে ফেলতাম প্রিয় কবিতার মতো।

শিক্ষক আমাকে বলতেন
-বৎসে -দাস হও,বিনয়ী কৃতদাস হও।
আমাকে মানুষ হওয়ার জন্যে ছুটতে হতো না
হাজার হাজার বইয়ের কাছে।

আমি অন্ততপ্রান বিনয়ী এক দাস হতে চাই।
ঈশ্বর তুমি
আমাকে তোমার দাস করে নাও।
আমি আর কোন নুসরাতের ধর্ষণ-খুন
আর আগুন-পানির মৃত্যুতে কষ্ট পেতে
চাই না।
বিনয়ী দাসের মতো তোমার প্রতিটি ইচ্ছায়
তোমাকে
ফুলের শুভেচ্ছা জানাতে চাই।

অথবা আমার মগজে একতাল মাংস আর হৃদয়ে হৃওপিণ্ড সেটে দাও।
চিন্তা থাকবে না প্রেম থাকবে না
নুসরাতের মৃত্যু আমাকে কষ্ট দেবে না।

আর যদি কিছুই না করো তবে সূর্যকে বলে দাও হিজাব পড়ে উঠুক আর হিজাব পড়ে ডুবুক।
আমি অন্ধকারে ডুবে থাকি।

...............................................................................................................................
টেক্সাস, যুক্তরাষ্ট্র,
চলমান ফোন +18179661504 (হোয়াটসঅ্যাপ সহ)

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ! সম‌য়ের সাহসী ক‌বিতা। দূর হোক সব অন্ধকার, অন্ধত্ব। আ‌লো‌কিত হোক বিশ্ব। আ‌লো‌কিত হোক মানু‌ষের মন। অন্ধকার কে‌টে যাক।

২| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা হয়েছে।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২১

হাবিব বলেছেন: ওপারে ভালো থাক নুসরাত।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪২

আকতার আর হোসাইন বলেছেন: খুব ভালো লাগলো। দুয়া করি ওপারে যেন নুসরাত ভালো থাকে।

৫| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৩৬

মাহমুদুর রহমান বলেছেন: একটা জাতি যতক্ষন না নিজে পরিবর্তন হতে চায় আল্লাহ তাঁদের পরিবর্তন করেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.