![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডুবো চরে উথাল পাথাল ঢেউ-
সাগরের গভীরে বিশাল পাহাড়ের খোঁজ
রাখে না কেউ!
ডুবে থেকে জেনেছি -মহাসাগর
তোমার গোপন গর্ভের রহস্য।
আমার ডাকে তুমি সাড়া দেবে না -
তোমার সন্তানেরা সারা পৃথিবী ছায়া দেয়।
আর তুমি আকাশ দেখো নিমগ্নে।
ভুলে থাকো সঙ্গম।
যেদিন চূড়া থেকে নেমে এসেছিলাম-
শতভাগ নিশ্চিত ছিলাম -
জন্ম দেবো অসংখ্য সন্তান।
সূর্যের কাছে জেনেছি -
কিভাবে চুষতে হয় তোমার স্তন।
দেবে না সাড়া তোমার গভীরে আমি, -এমন খাঁদ কাটবো
আস্ত হিমালয় লুকোলেও তুমি পাবে না তার খোঁজ।
২| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৭
অজ্ঞ বালক বলেছেন: F A N T A S T I C
৩| ১৬ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫
মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল কবিতা।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৮
আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর।