![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় -তোমার জন্যে অবধারিত বরাদ্দ আমার মৃত্তিকাদেহ।
বেদনার দেহরস বৃক্ষের শিকড়ে সমর্পিত হলে সূর্য সাক্ষী রেখে
আমাকে শুষে নিও তোমার শাখায়। পুঞ্জীভূত বেদনার সমস্ত দুঃখ
কোকিলের কণ্ঠে তুলে দিয়ে সাজাবো বসন্ত বাগান। জন্মের
ব্যর্থতাবীজ দুঃখের নিদারুণ রোদে শুকিয়ে রেখে গেলাম
হে ঋদ্ধ পাঠক। যেদিন তোমার বৃক্ষ-শাখে ফুটবে কাল-উত্তীর্ণ কুসুম
অন্ধ পাখিরাও গাইবে কোরাস সুবাসের। তবুও কেমন যেন
ভয় নয়, অনাঘ্রাতা নারীর মতো থরথর লজ্জা মৃত্যুর। সত্যিই
কি মৃত্যু আমাকে ছোঁবে নাকি তোমাকে লেখা আমার কিছু
চিঠি বেঁচে রবে ঠিক যেন শিশুর চোখে প্রথম দেখা অন্ধকারে
জ্বলে-নিভে জোনাকি পোকা বিস্ময়!
২১ শে মে, ২০১৯ দুপুর ১:১৮
স্বপ্নীল ফিরোজ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
২| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: কবিতা টা পড়লাম। কিন্তু সারমর্ম কিছু বুঝলাম না।
২১ শে মে, ২০১৯ দুপুর ১:১৮
স্বপ্নীল ফিরোজ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমিও কবিতা বুঝি না।
তবে পড়তে খারাপ লাগে না।
২১ শে মে, ২০১৯ দুপুর ১:১৮
স্বপ্নীল ফিরোজ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন সব সময়।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৫
জাতির বোঝা বলেছেন:
সুন্দরতর।