নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।সকালের সূর্যের বুকে আমি দেখেছি অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।

স্বপ্নীল ফিরোজ

স্বপ্নীল ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

স্মৃতি মগ্ন হলেই

২৭ শে মে, ২০১৯ ভোর ৫:৪৩



স্মৃতিগুলো বেদনার মেঘ হলে মানুষেরা বৃষ্টি পাগল নদী হয়ে যায়।
আকাশবিদ্যা রপ্ত পাখিদের স্মৃতিমন্থনে বৃষ্টি শেষে বীজের মতো অঙ্কুরিত হয় নান্দনিক কবিতা।

জলজ অভিজ্ঞান রপ্ত করার আগেই সূর্যের পায়ের শব্দে জেগে উঠে নদী
তাই লাল আভা ভেঙে যায় ঢেউয়ে। মানুষের স্মৃতির রঙগুলো লালরঙা আনন্দের অথবা বেদনার।

সাত সমুদ্রের মালা অস্বীকার করতে পারে না মৌসুমী মেঘ।
অথচ গোলাপের সংবর্ধনায় সাদা মেঘ কালো হয় আর বজ্রপাতে পুড়ে যায় সবুজ বন।

আমি স্মৃতিমগ্ন হলেই টের পাই একখণ্ড সবুজ ভূমি আমার বুক
নদী অথবা সমুদ্র ঢেউয়ে পার ভাঙার মতো ভেঙে পড়ে।

মন্তব্য ১০ টি রেটিং +৬/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৯ ভোর ৫:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর।

২| ২৭ শে মে, ২০১৯ সকাল ৭:৪৪

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো মনে হলো।

৩| ২৭ শে মে, ২০১৯ সকাল ৭:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: সুখপাঠ্য কথমালায় গড়া সুন্দর ভাবগাম্ভির্যময় কবিতা ।
স্মৃতিগুলিকে মেঘের কুলে চড়িয়ে বৃষ্টি হয়ে ঝড়ায়ে
নদী আঁকলেন, নদীর জলে লাল রং মাখালেন ,
সুর্যের পায়ের শব্দে তার ডেও ভাঙ্গালেন ,
ব্যথায় নীল হয়ে আগুনপাখীর ডানায়(বজ্রপাতে)
ভর করে সবুজ বন পুড়ালেন
আবার নীজ বুকে সবুজকে ধারণ করে
নদী ও সমুদ্রের পাড়ভাঙ্গা ডেওকে
বরন করে নিলেন।

অপুর্ব হয়েছে কবিতা ।

শুভেচ্ছা রইল

৪| ২৭ শে মে, ২০১৯ সকাল ৮:১৩

বলেছেন: Excellent

৫| ২৭ শে মে, ২০১৯ সকাল ১০:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !

৬| ২৭ শে মে, ২০১৯ দুপুর ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৭| ২৭ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

অজানা তীর্থ বলেছেন: সুন্দর স্মৃতিময় কবিতা।

৮| ২৭ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

পদাতিক চৌধুরি বলেছেন: স্মৃতি মাখা কাব্য বেশ লাগলো।++
পোস্টে ষষ্ঠ লাইক।
শুভকামনা জানবেন।

৯| ২৭ শে মে, ২০১৯ রাত ১১:৫৪

মেঘ প্রিয় বালক বলেছেন: ভালো লেগেছে।

১০| ২৮ শে মে, ২০১৯ ভোর ৫:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খারাপ না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.