![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃক্ষের তলে বসে নদীর আয়নায় দেখেছিলাম তাঁর নিটোল প্রতিবিম্ব।
সূর্য সরে গেলে শরীরে আগুন জ্বলে উঠে।
সুযোগ বুঝে ছায়ারাও মিলিয়ে যায় রোদে।
সেই থেকে আমি একা।
এখন আমাজনের ঘন বনের ছায়ায় বসে আমি যতবার
দেখতে চাই তাঁর প্রতিবিম্ব পাঁজরের হাড়ের নিচে শুধুই চিতল মাছের ঘাই।
অচেনা বৃক্ষের ছায়া গাঢ় থেকে গাঢ়তর হলে ভেসে উঠে যে ছবি
সে এক রূপকথার রাজকন্যা।
২| ১৭ ই জুন, ২০১৯ সকাল ৭:০৪
ল বলেছেন: হাড়ের নিচে চিতল মাছের ঘাই ---
রাজকন্যা তো আর আগের মতো নাই।
কবিতায় ভালো লাগা।।
৩| ১৭ ই জুন, ২০১৯ সকাল ৭:৪৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
৪| ১৭ ই জুন, ২০১৯ দুপুর ১:৪৪
মেঘ প্রিয় বালক বলেছেন: তো দেখা পেলেন কি রূপকথার রাজকন্যার?
৫| ১৭ ই জুন, ২০১৯ বিকাল ৫:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো চিতল মাছের ঘাই বেসি রাজকন্যা।
শুভকামনা জানবেন।
৬| ১৭ ই জুন, ২০১৯ রাত ১১:১৯
মাহমুদুর রহমান বলেছেন: বাহ!
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৯ ভোর ৫:৪০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই সুন্দর লাগলো।