![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পূর্নিমার এক সন্ধ্যা রাতে গিয়েছিলাম দূরের মেলায়।
ভীরু পায়ে চাঁদটি আমার সঙ্গী হলো যেন আমার বুক পকেটে।
তাকিয়ে দেখি গাছের পাতার ফাঁকে ফাঁকে সাদা-কালো মেঘ ছাড়িয়ে সে থাকে আমার সাথে সাথে।
বন্ধুরা সব মত্ত থাকে পুতুল নাচ আর ভোজবাজিতে।
আমি ভাসি যোজন দূরে সপ্তর্ষীমন্ডলের মালা হয়ে পূর্ণতিথি পূর্নিমাতে তার বুকের গন্ধ মুখে মেখে।
হাজার বছর পিছে ফেলে -
বন্ধুরা সব গল্প করে পুতুল নাচের, কেমন করে ফিনকি দিয়ে রক্ত বেরোয় জাদুকরের কাটা গলায়।
আমার সেসব পড়ে না মনে।
ভোজবাজির এক মোহের খেলায় চাঁদটি গলে শিরায়-শিরায় জোৎস্নার ফুল ফোটে সব গন্ধ আসে নাকের ডগায়।
এখন আমি বুঝতে পারি উত্তরীয় শীতল হাওয়ায় উড়েছিল মেঘের পালক সামান্য এক পায়ে হাঁটা
মেলার পথে যায় না আঁকা ত্রিভুজীয় আলোকছটা।
২| ১৮ ই জুন, ২০১৯ সকাল ১০:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাইয়া । শুভ কামনা
১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১২
স্বপ্নীল ফিরোজ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৩| ১৮ ই জুন, ২০১৯ সকাল ১১:৫৬
মেঘ প্রিয় বালক বলেছেন: মায়াবিদ্যায় ধরেছে আপনাকে তাই না?
৪| ১৮ ই জুন, ২০১৯ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
৫| ১৯ শে জুন, ২০১৯ রাত ১:০৩
মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগলো।
৬| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪২
খায়রুল আহসান বলেছেন: স্নিগ্ধ, সুন্দর কবিতা।
৭| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১০
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার মায়াবী লাগলো কবিতাটি।
কিন্তু আপনি কিলেন কোথায়? 14 সেপ্টেম্বর ছটা বারোর পর থেকে আপনার কোন হাদিস নেই দেখছি। তাড়াতাড়ি দেখা দিন।
শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৯ সকাল ৯:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্ট।