![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম আমার বাংলাদেশে
এই তো আমার গর্ব।
মরতে যদি হয় আমাকে
দেশের জন্য মরব।।
একাত্তরে প্রাণ দিয়েছে
আমার মা-বোন-ভাই,
রক্তেরই দাম দিতে মোরা
শপথ নিলাম তাই।
আসুক না আজ শত বাধা
জান দিয়ে ভাই লড়ব।।
এই দেশেরই শ্যামল সুধায়
জুড়ায় আমার প্রাণ,
উদাস করে দেয় আমাকে
রাখালীয়ার গান।
শপথ নিলাম সবাই মিলে
সোনারই দেশ গড়ব।।
{দুঃখিত :সুরকার,গীতিকারের নাম স্বরণ করতে পারছি না}
©somewhere in net ltd.