নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সম্পর্কে বলার মতো আসলে তেমন কিছুই নেই,,, আমি এ পৃথিবীর অতি নগন্য,,, অসাধরন হওয়ার মত আপাতত ইচ্ছা নাই,, সোজা কথায় মাঝামাঝি ঝুলতেই আমি সবচেয়ে বেশি পছন্দ করি,, না ডানে না বাঁয়ে,, :-)

নিষ্ঠুর পৃথিবী

আমি কেউ নই, আমি সবাই.....

নিষ্ঠুর পৃথিবী › বিস্তারিত পোস্টঃ

বাঁদরামি

২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

একদিন এক

কৃষকের

বাড়িতে হানা দিলেন

এক গোয়েন্দা।

সহজ সরল

কৃষককে ধমক

দিয়ে গোয়েন্দা বললেন,

‘সরে দাঁড়াও, আজ

তোমার

বাড়িতে তল্লাশি করব!’

কৃষক বললেন,

‘তল্লাশি করতে চান,

করুন স্যার।

কিন্তু

দয়া করে বাড়ির

উত্তর দিকের

মাঠটাতে যাবেন

না।’

গোয়েন্দা কৃষকের

নাকের ডগায়

পরিচয়পত্রটা ঝুলিয়ে বললেন,

‘এটা চেন?

এখানে আমার নাম

লেখা আছে—

গোয়েন্দা ছক্কু

মিঞা!

এটা দেখলে যে কেউ

ভয়ে কুঁকড়ে যায়!

আর

তুমি কিনা আমার

কাজে বাধা দিতে চাও?’

ঝাড়ি খেয়ে আর

কিছু বললেন

না কৃষক।

কিছুক্ষণ পরই

দেখা গেল, উত্তর

দিকের মাঠ

থেকে গোয়েন্দা ছক্কু

মিঞার চিৎকার

শোনা যাচ্ছে,

‘বাঁচাও!

আমাকে বাঁচাও’।

কৃষক

ছুটে গিয়ে দেখলেন,

একটা ষাঁড় ছক্কু

মিঞাকে তাড়া করছে।

দূর থেকে কৃষক

বললেন, ‘স্যার,

ওকে আপনার

পরিচয়পত্রটা দেখান!’:

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.