নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ দেখি মানুষ পড়ি

কাজী গোলাম রাব্বানী

ভাল লাগে আনন্দের জুস খেতে

কাজী গোলাম রাব্বানী › বিস্তারিত পোস্টঃ

রাজীবের খুনিদের ধরে শাহবাগ নিয়ে আসতে হবে

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

রাজীবের রক্ত বৃথা যেতে দিবো না...জয় বাংলা...সরকার আতাত করে আন্দোলনটা নিয়ন্ত্রন করতে চাইছিলো...খবরটা শুনে অনেকে খুশিও হইছিলো...কিন্তু সাধারণ মানুষ আতাতের রাজনীতি মানেনি...রাজীবের খুনিদের ২৪ ঘণ্টার মধো ধরে শাহবাগ নিয়ে আসতে হবে...সরকারের বিচার মানি না মানবো না...আমরা বিচার করবো গণআদালতে...এ আগুন জলবে...

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

কালোপরী বলেছেন: রাজীবের খুনিদের ২৪ ঘণ্টার মধো ধরে শাহবাগ নিয়ে আসতে হবে




একমত

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

কেনজিয়া বলেছেন: আওয়ামী স্বরাস্ট্র মন্ত্রীদের মুখে আর কোনো ২৮ ঘন্টা, ৪৮ ঘন্টার আল্টিমেটাম শুনতে চাইনা। প্রকৃত খুনীদের খুঁজে গ্রেপ্তার করা হোক।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

কেনজিয়া বলেছেন: আওয়ামী স্বরাস্ট্র মন্ত্রীদের মুখে আর কোনো ২৮ ঘন্টা, ৪৮ ঘন্টার আল্টিমেটাম শুনতে চাইনা। প্রকৃত খুনীদের খুঁজে গ্রেপ্তার করা হোক।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

কেনজিয়া বলেছেন: আওয়ামী স্বরাস্ট্র মন্ত্রীদের মুখে আর কোনো ২৮ ঘন্টা, ৪৮ ঘন্টার আল্টিমেটাম শুনতে চাইনা। প্রকৃত খুনীদের খুঁজে গ্রেপ্তার করা হোক।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

ফাঁকা মাঠ বলেছেন: এনে তার পর সেই খুনিকে জবাই করতে হবে।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

সাইকেলার বয় বলেছেন: দাবার গুটি রাজিব হত্যা কান্ড : কি ঘটছে পর্দার আড়ালে। বিশ্লেষনটি পড়ে দেখুন । Click This Link

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

ইমনয বলেছেন: কিন্তু মামা তাঁদের আনব কেডা????????????তুমি বঙ্গে আছ তো নাকি টাইমস স্কয়ার কে শাহবাগ মেন করছ!!!! B:-/

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২

shomoyerdam বলেছেন: শয়তানকে বলিলাম থাপা বাপা নিহত হইচে এই ব্যাপারে আপনে কিছু জানেন নাকি?

~~ামি জানুম তো জানবে কেডা বলদ কুনহানকার।

ও আচ্চা আপনে তাইলে জানেন সব।তো ঐ হালারে জাহান্নামে পাঠাইল কুন হালাই ?

~~শয়তান বলিল অরে মারছে অমি পিয়ালের লোক।কিন্তু সব কৃতিত্ব আমার।শাহভাগের মেলা ইস্তিমিত হইয়া যাইতেছে দেইখা আমি ই হেরে কুমন্ত্রণা দিলাম এই কাম করতে।
ইহাতে এক ঢেলে দুই পাখি মারা হইল!

উদর ভুত বুদর ঘাড়ে চাপল আবার মাঝখান দিয়া আমার মেলাও বড় আকারে জমল!

আপনে এতো বুদ্ধি লইয়া ঘুরেন ক্যামনে বুঝে আসে না!

অতপর শয়তান মিটমিটায়া হাসিতে হাসিতে স্থান ত্যাগ করিল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.