| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন কবির স্ট্যাটাস দেইখা কেবলই হাসি পাইলো...দাড়ান একটু হাইসা নেই ...হা হা হা...ফরহাদ মযহারের এক চেলা...প্রবাসী কবি...হা হা হা...ফরহাদ মযহার নয়া দিগন্তে রেগুলার কলাম লেখেন...এখন এই গণজোয়ারের সময় তিনি হয়তো ভয়ে আছেন শাহবাগ গেলে দৌউড়ানি খেতে পারেন...তিনি তার চেলাদের মুখ বন্দ কইরা রাখছেন...তারপরেও দু একটা চেলা চামুন্ডা দেখি ফেইসবুকে এটা সেটা লেখে আন্দোলন নিয়া পিঠখানা বাচাইতে চায়...
তাদের লেখার ধরণগুলান এইরকম...এই আন্দোলন বৃথা, কেন এই আন্দোলন...কোন ফল নেই এই আন্দোলনের...আওয়ামীলীগ লাভবান হচ্ছে এই আন্দোলন থেকে...আমাদের বিশ্বজিৎ হত্যার বিচার করা দরকার...পদ্মা সেতু ইস্যু ভুলে গেলে হবে না...আমাদের দ্রব্যমুল্য...ধর্ষণ...নানা বিষয় নিয়ে আন্দোলন করা দরকার...
আমিও তাদের সঙ্গে একমত...কিন্তু ছোট্ট কইরা একটা কথা কইতে চাই...আপনাদের হাটুর বয়সী পোলাপাইন যে সাহস দেখাইয়া একটা ইস্যু নিয়া মাঠে নাইমা পড়ছে...এ সাহস তো আপনাগো নাই...এই পোলাপাইন ক্ষমতা দখল করতে আসে নাই...আপনারা তাদের ক্ষমতা দখলের পথ দেখাইতে চাইতাছেন...তাদের বিভ্রান্ত করবার চাইতাছেন...
অর্থনীতির সূত্রমতে আমাদের অভাব অসিম কিন্তু অভাব পূরণের কাঁচামাল কম...তাই আমাদের প্রথমে নির্বাচন করতে হবে আমাদের কোন অভাবটা আগে পূরণ করা দরকার...বেঁচে থাকাটা জরুরি আগে...তাই আগে দেশ বাঁচানো দরকার...এইসব ধর্মান্ধদের কাছ থেকে...হুদাই প্যাচাল পাড়বেন না প্লিজ.........আমজনতা কি মাল চিইনা নেন...যদিও আপনারা কখনোই আমজনতার ছিলেন না...এ কারণে আমজনতাও আপনাদের না....
বৃষ্টি আর্শীবাদ হয়ে আসছে আমাদের জন্য...জয় জলের...জয় জনতার...জয় বাংলার...আওয়াজ তুলুন বন্ধুরা...
২|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: বৃষ্টি আর্শীবাদ হয়ে আসছে আমাদের জন্য...জয় জলের...জয় জনতার...জয় বাংলার...আওয়াজ তুলুন বন্ধুরা...
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
রওনকআলিম বলেছেন: Good news, for the sake of current movement, Samu has Blocked me. Ha Ha Ha!!! I am bend for this post:
রাজীবের সাথে আসলেই কি চলমান গন-আন্দোলনের কোন সংশ্লিষ্ঠতা ছিলো?
জানাজায় আমিও ছিলাম, গতকাল জানাজায় অংশ নিতে আমি বাসে আর দৌড়িয়ে গিয়াছিলাম, ওজুও ছিলো। ৫:৫৫ তে যখন জানাযা শেষ হল, ভাবছিলাম ছেলেটার কত ভাগ্য, হাজার-হাজার লোক তার জানাযা পড়ছে।
মাত্রই নেটে বসলাম আর রাজীব-কে চেক করলাম। দেখলাম সে শেষ আড়াই বছর আগে, ০৯ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:২৬ ব্লগ লিখেছে, আর শেষ কমেন্ট করেছ ২ মাস আগে, ১৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:১৯। সেখানে সে কি লিখেছে তা আর উচ্চারন করলাম না।